ফ্রিতে হানিমুন করেও কেন ভারত মজা পেল নাঃ মাহফুজ আনাম :(
লিখেছেন লিখেছেন বাংলাদেশ_জিন্দাবাদ ০৩ মে, ২০১৪, ০৬:১৬:১৩ সন্ধ্যা
বাংলাদেশের সহযোগিতা উপলব্ধি করতে ব্যর্থ ভারত (ভিডিও)
বাংলাদেশের সহযোগিতা উপলব্ধি করতে ব্যর্থ ভারত (ভিডিও)
আমাদের সময়.কম : ০৩/০৫/২০১৪
বাংলাদেশের সহযোগিতা উপলব্ধি করতে ব্যর্থ ভারত (ভিডিও)
রাশিদ রিয়াজ : ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অব্যাহত সহযোগিতা দিয়ে এ দুটি দেশের সম্পর্কের মাত্রা পরিবর্তন করেছে। কিন্তু ভারত তা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের যত ত্রুটি থাক শেখ হাসিনার সরকার ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত উম্মোচিত করেছে। এবং যত দোষই থাকুক না কেন এজন্যে কৃতিত্ব সরকারের। কিন্তু ভারত এ বিষয়টি উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ দেশটির সঙ্গে যে সহযোগিতা করেছে তা উপলব্ধি করতে এবং এ নিয়ে ভবিষ্যতে আরো বিশাল সম্ভাবনার দ্বার যে উম্মুক্ত করা যেত তা বুঝতে পারেনি ভারত।
http://www.amadershomoys.com/newsite/2014/05/03/2988.htm#.U2TTPfldXG4
****************
আজ থেকে প্রায় তিন বছর আগে লিখেছিলাম;
"কেন বিএনপি ভারতের কাছে বাংলাদেশের ইজ্জত বিকিয়ে দিলনা" মাহফুজ আনামের আফসোস!
http://www.somewhereinblog.net/blog/Bangladesh_Zindabad/29445623
অথচ ভাগ্যের নির্মম পরিহাস আজকে সেও আমতা আমতা করে হলেও স্বীকার করে নিয়েছে যে হাসিনা থেকে একতরফা সুযোগ-সুবিধা পেয়েও ভারত বাংলাদেশকে বিনিময়ে তেমন কিছুই দেয় নাই। ভারতের এই আচরণতো নতুন কিছু নয়। ভারতের সাথে মর্যাদা, স্বার্থ রক্ষা করে বাংলাদেশ যদি যুগোপোৎ কোন চুক্তি না করে স্রেফ আশ্বাস নিয়ে আসে তাহলে তাকে ঠকতে হয়। তিন বছর আগের পোষ্টে বলেছি যে বিএনপি ও জাতীয়তাবাদীদের কথা হল ভারত এক হাতে সুবিধা দিবে অন্য হাতে বাংলাদেশ হতে সুবিধা নিবে যা হবে ন্যায্যতার ভিত্তিতে। ঐ দেই দিচ্ছির বেইল বিএনপির কাছে নাই। কিন্তু এই বিষয়টাই আওয়ামী-বাকশালী ও মাহফুজ গংদের সহ্য নয়। বাংলাদেশের পক্ষে ভারতের সাথে শক্ত দেন দরবারকে তারা ভারত বিরোধীতা আখ্যায়িত করে। পক্ষান্তরে হাসিনা ও তার আলীগ সব সময়ই বাংলাদেশের মর্যদা, স্বার্থ রক্ষা না করেই ভারতকে সব সুবিধা দিয়ে বসে থাকে। তারপরেও ভারতীয় কুকুরদের পেট ভরে না তারা আরও চায়। হাসিনা যদি বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট খু্ইয়ে আসে তাহলে আলীগ কেন ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলেও সুবিধা করতে পারবে না। আওয়ামী-বাকশালী মাহফুজ গং হইল জ্ঞানপাপী দালাল। এদের দ্বারা দেশ ও জনগণ সব সময়ই ভারতের কাছে ঠকবে। আর আমার পূর্বের পোষ্টে আওয়ামী চামচাদের দালালীও চোখে পড়ার মত। তারা মূল লেখার বিষয়াদি না বিবেচনা নিয়ে আমাকে ব্যাক্তি আক্রমণে ব্যাস্ত থেকেছে। এই গুলিও বিবেকহীন ব্লগার যাদের কারণে হাসিনা ও তার আলীগ দেশের জন্য আজকে হুমকি হয়ে দাড়িয়েছে।
বিষয়: রাজনীতি
১৪৩০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন