নদী কাব্য

লিখেছেন লিখেছেন লালসালু ০৩ মে, ২০১৪, ০৬:৪৮:১৪ সন্ধ্যা

নদী কাব্য

পদ্মা এখন ধুধু মরু

মেঘনা হয়েছে সরু,

যমুনা নদীর চরের উপর

হেঁটে বেড়ায় গরু।

তিস্তা নদীতে পানি আসে

মমতা দিদির কৃপায়,

বুড়িগঙ্গা ধ্বংস হয়েছে

ঢাকার মাইনকা চিপায়।

তুরাগ নদীর দূষিত পানি

গন্ধে টেকা দায়,

রূপসার সেই রূপের বাহার

কোথায় গেল হায়!

গুম খুনের গোপন সাক্ষী

শীতলক্ষ্যা নদী,

বেশি কথা বলতে মানা

গুম হয়ে যাই যদি।

বিষয়: বিবিধ

৯১৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

216971
০৩ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১০
নীল জোছনা লিখেছেন : সুন্দর কোপ্তে। বাস্তবতা ফুটে উটেছে।
216976
০৩ মে ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
ফেরারী মন লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ...
216986
০৩ মে ২০১৪ রাত ০৮:০৮
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
217027
০৪ মে ২০১৪ রাত ১২:২৭
egypt12 লিখেছেন : তাই বেশী কথা নয় Don't Tell Anyone Shame On You Worried
217124
০৪ মে ২০১৪ সকাল ০৭:৫৬
শেখের পোলা লিখেছেন : এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা নদীর চরে,
চীনাবাদাম চাষ করে মোরা ডলার আনিব ঘরে৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File