কোটি কোটি টাকা নষ্ট করে জাতীয় সংগীতের আয়োজন করার অর্থ কি?
লিখেছেন লিখেছেন সাদাসিধে ঝুলিওয়ালা ২০ মার্চ, ২০১৪, ০১:৩৮:১১ দুপুর
বিশ্বাস করেন আর নাই করেন। যে দেশপ্রেম দেখানোর জন্য ৫০ কোটিরও বেশি টাকা নষ্ট করে জাতীয় সংগীত গাওয়ার আয়োজন করা হয়, সেই দেশপ্রেমকে আমি ঘৃণা করি। যারা এই ধরনের অর্থহীন অনুষ্ঠানের আয়োজন করে, তাদেরকেও ঘৃণা করি। যারা এই ফালতু কাজে অংশগ্রহণ করবে, তাদেরকেও ঘৃণা করি। যারা এরকম ফাজলামিকে সমর্থন করে, তাদেরকেও ঘৃণা করি।
এর একটাই কারণ,
আমরা রাস্তার পাশে দাড়িয়ে যেসব জায়গায় মূত্র বিসর্জন করি, সেসব জায়গায় এখনও এই একই জাতের লাখো বাঙালীরা রাত্রি যাপন করছে। না আছে খাবার, না আছে কাপড়। চিকিৎসা আর শিক্ষার কথা নাহয় বাদই দিলাম। যে দেশের জনগণের মৌলিক অধিকারগুলো এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি, চিকিৎসার আর খাদ্যের অভাবে মানুষ মারা যাচ্ছে, যে দেশের স্বাধীনতার নায়ক মুক্তযোদ্ধারা ঠেলা আর রিক্সা চালিয়ে দিন যাপন করেন, সেদেশে এমন আয়োজন নেহায়েত ফাজলামি বৈ আর কিছু নয়। এ যেন কাকের পয়ূরপুচ্ছ ধারণের অপচেষ্টা।
রেকর্ড গড়ার তাগিদে এমন অপচয়ের কোনও মানে হয়না। কাল আরেকটি দেশ আরও বড় পরিসরে এমন আয়োজন করে আমাদের রেকর্ড গুড়িয়ে দেবে আর এটাই স্বাভাবিক। কিছুদিন আগেই তো তার নমুনা দেখলাম। ৩ দিনের মাথায় আমাদের রেকর্ড ভাঙা হলো। লাভ?
এই টাকাগুলো মুক্তিযোদ্ধাদের পরিবারের মাঝে বিলিয়ে দিলে অথবা গৃহহীন বাঙালীদের পুনর্বাসনের পেছনে ব্যয় করলে কি দেশপ্রেম কমে যেতো?
বিষয়: বিবিধ
১২৩৩ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এইসব সস্তা দেশপ্রেমের কোনই মূল্য নেই যদি তা আসল জায়গায় দেখানো না যায় ।
''এই টাকাগুলো মুক্তিযোদ্ধাদের পরিবারের মাঝে বিলিয়ে দিলে অথবা গৃহহীন বাঙালীদের পুনর্বাসনের পেছনে ব্যয় করলে কি দেশপ্রেম কমে যেতো? ''
০ এদেরকে টাকাগুলো দিলে তো আর রেকর্ড করা হবে না !
এই টাকাগুলো মুক্তিযোদ্ধাদের পরিবারের মাঝে বিলিয়ে দিলে অথবা গৃহহীন বাঙালীদের পুনর্বাসনের পেছনে ব্যয় করলে কি দেশপ্রেম কমে যেতো?
মন্তব্য করতে লগইন করুন