ভবিষ্যদ্বাণী
লিখেছেন লিখেছেন সাদাসিধে ঝুলিওয়ালা ১৭ মার্চ, ২০১৪, ১২:৪৮:৫৫ রাত
১.
যুবক জ্যোতিষীর কাছে গিয়া হাত দেখাইয়া বলিল, দেখো তো বাবা আমার ভবিষ্যৎ কি বলে।
জ্যোতিষী হাতের দিকে কিছুক্ষণ তাকাইয়া হাসি মুখে বলিলেন, জীবনে অনেক উন্নতি সাধন করিবে।
তৎক্ষণাতই তিনি আবার ললাট কুচকাইয়া ফেলিলেন।
যুবকঃ কি হইলো বাবা? মুকখানা বানরের পাছার ন্যায় কুচকাইয়া আছ যে?
জ্যোতিষীঃ ভবিষ্যতে তোমার বহু শত্রুর আবির্ভাব ঘটিবে।
যুবকঃ তাহা নিয়া আমি চিন্তিত নয় বাবা। শত্রুদের শায়েস্তা করিবার ভাল কায়দা জানা আছে আমার।
জ্যোতিষীঃ তবুও বাবা, নারী শত্রু হইতে সাবধান থাকিও। নতুবা তোমার ভবিষ্যৎ শ্রীঘরে ঢুকিতে আর বাহির হইতেই কাটিয়া যাইবে।
২.
আজ টেলিভিশনের সামনে বসিয়া সেই জ্যোতিষী সংবাদ দেখিতেছিলেন আর মুচকি মুচকি হাসিতেছিলেন। বহু বছর আগে উনার কাছে যে যুবক হাত দেখাইতে আসিয়াছিল আজ তাহাকে টেলিভিশনে দেখিয়া চিনিয়া ফেলিলেন। না চিনিবার তো কথা নয়। ভবিষ্যদ্বাণী অনুযায়ী সেই যুবক অনেক উন্নতি সাধন করিয়াছে, অনেক উচ্চপদে চাকুরী করিতেছে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব পদে বহাল রহিয়াছে এখন।
fb.com/shadashidhe.jhuliwala
বিষয়: বিবিধ
৯৯০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন