ধার করা সংস্কৃতিই এখন আমাদের সংস্কৃতি

লিখেছেন লিখেছেন সাদাসিধে ঝুলিওয়ালা ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৩৪:৪৫ বিকাল

পাকিস্তানীরা সব সময়ই মাথা মোটা। সব কাজই জোর করে আদায় করে নিতে চায়। বায়ান্নতেও এরা একই কাজ করেছিল। হঠাৎ করেই ঘোষণা দিয়ে বাঙালিদের উপর উর্দু চাপিয়ে দিতে চেয়েছিল।

কিন্তু এসব কাজে ভারত সব সময়ই দক্ষতার পরিচয় দিয়ে এসেছে। তাদের বুদ্ধি সুক্ষ এবং তীক্ষ্ণ। তারা সুকৌশলে বাঙালিদের মাঝে হিন্দি চর্চার ব্যবস্থা করে দিয়েছে। বিশ্বাস না হলে আপনার আট বছরের ছোট্ট বাচ্চাটাকে একটি হিন্দি এবং একটি বাংলা গান গাইতে বলুন। দেখুন কোনটাতে তাল, সুর এবং কথার ত্রুটি কম থাকে।

দেশের আভ্যন্তরীণ চলচ্চিত্র শিল্প রক্ষার স্বার্থে ১৯৭১ সাল হতেই একটি আইন পাশ করা আছে, যেখানে বলা আছে বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনী করা যাবেনা। অর্থাৎ বাংলাদেশের মানুষ হিন্দি চলচ্চিত্র দেখতে পারবেনা। দু দেশেরই সরকার ২০১০ এবং ২০১১ সালে এ ব্যাপারটি সমাধানের জন্য বৈঠকে বসতে চেয়েছিল কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনি। বাংলাদেশের মানুষ এ বিষয়ে কতটুকু জ্ঞান রাখে তা আমি জানি না। আমি এও হলপ করে বলতে পারবোনা যে বাংলাদেশের কোনও ছিনেমায় লুকিয়ে অথবা প্রকাশ্যে হিন্দি ছিনেমা প্রদর্শন করা হয় কিনা। তবে এটা বলা যেতে পারে যে, বর্তমানে দেশের খোলা বাজারে ভারতীয় ফিল্ম গুলোর ক্রয় বিক্রয় এই আইনেরই অন্তর্ভুক্ত যদি আইনটি এখনও কার্যকর থাকে অথবা গোপনে অকার্যকর না করা হয়ে থাকে। তার উপরে ভারতীয় হিন্দি সিরিয়ালগুলো প্রদর্শনীতে বাংলাদেশে এখনও কোনও আইনি নিয়মকানুন অথবা সীমাবদ্ধতা নেই।

কোনও জাতির অস্তিত্ব ধ্বংস করতে হলে প্রথমেই সে জাতির সংস্কৃতিতে আঘাত হানতে হয়, যা একটি মন্থর প্রক্রিয়া এবং খুবই সুক্ষভাবে বিচার না করলে চোখে ধরা পড়েনা। ফাল্গুন আর বৈশাখ ছাড়া আমরা বাঙালি সংস্কৃতির ধারও ধারিনা। পোশাকে-আশাকে এবং বচন ভঙ্গিতে আমরা ভারতকে অনুসরণ করি। তাইতো আমাদের সংস্কৃতি প্রায় ৫০% ই বিলুপ্ত। বাকিটুকু আর কদিনইবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে টিকে থাকবে? তাছাড়া আধুনিক বাংরেজীতে কথা বলতে আজকালকের ছেলেমেয়েরা বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।

অমর একুশের চেতনা বুকে ধরে আজকের শ্লোগান হোক এটাই -

দেশীয় সংস্কৃতি টিকিয়ে রাখার জন্য বিদেশী চলচ্চিত্র অথবা টিভি সিরিয়ালগুলোর উপর আইনি নিয়মকানুন এবং সীমাবদ্ধতা আরোপ করা হোক এবং দেশি চলচ্চিত্র শিল্পের মান উন্নতি পূর্বক এর প্রচার বৃদ্ধি করা হোক।

http://www.facebook.com/shadashidhe.jhuliwala

বিষয়: বিবিধ

১০৬২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180262
২১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১২
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
180293
২১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
হতভাগা লিখেছেন : আমারও এ ব্যাপারে চিন্তা একই রকম ।

''অমর একুশের চেতনা বুকে ধরে আজকের শ্লোগান হোক এটাই -

দেশীয় সংস্কৃতি টিকিয়ে রাখার জন্য বিদেশী চলচ্চিত্র অথবা টিভি সিরিয়ালগুলোর উপর আইনি নিয়মকানুন এবং সীমাবদ্ধতা আরোপ করা হোক এবং দেশি চলচ্চিত্র শিল্পের মান উন্নতি পূর্বক এর প্রচার বৃদ্ধি করা হোক।
''

০ সম্ভব না । কারণ এর ফলে গৃহযুদ্ধ বেঁধে যাবে ।
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৪
133277
সাদাসিধে ঝুলিওয়ালা লিখেছেন : কিভাবে?
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৩
133283
হতভাগা লিখেছেন : এটা মনে হয় আপনার ঝুলিতে নেই । রাখতে পারেন ।


২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০২
133329
সাদাসিধে ঝুলিওয়ালা লিখেছেন : দুঃখিত। খেয়াল করিনি। আসলেই গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী Tongue
180294
২১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
অজানা পথিক লিখেছেন : শ্রেষ্ঠ বলেছেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File