আমরা অলরেডি অসাম্প্রদায়িক
লিখেছেন লিখেছেন সাদাসিধে ঝুলিওয়ালা ১৭ জানুয়ারি, ২০১৪, ১২:১৫:৪০ রাত
সেদিন লোকাল একটা সংবাদপত্র পড়তে গিয়ে হঠাৎ একটি খবরের শিরোনামে গিয়ে চোখ আটকে গেলো। "অমুক এলাকায় সংখ্যালঘু কিশোরী ধর্ষিত।" খবরটা পুরো পড়লাম। নাম দেখে বুঝলাম মেয়েটি হিন্দু।
এদেশে প্রতিদিন কোনও না কোনও কিশোরী, যুবতী অথবা পূর্ণ বয়স্ক নারী ধর্ষিত হয়। সংবাদপত্রের পাতা উল্টালেই এমন সব খবরের রমরমা আয়োজন দেখা যায়। কিন্তু তার সাথে সংখ্যালঘুর কি সম্পর্ক? সংখ্যালঘুদের চেয়ে তো সংখ্যাগুরু মেয়েরাই বেশি ধর্ষিত হয়। তখন "সংখ্যাগুরু" শব্দটা ব্যবহার করা হয়না কেনো?
আমাদের পাশের গ্রামটিকে আমরা ঠাকুর পাড়া ডাকি কারণ গ্রামটির সবাই হিন্দু সম্প্রদায়ের লোক। সেই সুবাদে প্রাইমারি স্কুলেই আমি বেশ কয়েকজন হিন্দু বন্ধু পেয়ে যাই। আমরা একসাথে বড় হই। তারপর হাইস্কুল এবং কলেজ জীবনও একসাথেই কাটাই। তাদের গ্রামটি নদীর পাশে হওয়ার কারণে প্রায় প্রতিদিন বিকালে আমরা তাদের গ্রামে ঘুরতে যেতাম, এখনও যাই। ঈদের সময় তারা আমাদের বাড়িতে আসে। পূজোর সময় আমরা তাদের বাড়িতে যাই। ভাই ভাই সম্পর্ক আমাদের।
কই? কখনও তো ভাবিনি তারা হিন্দু সম্প্রদায়ের ছেলে, তারা সংখ্যালঘু। আর আমি এও হলপ করে বলতে পারি যে আমার হিন্দু বন্ধুরাও কখনও ভাবেনি যে আমি মুসলমান এবং আমি সংখ্যাগুরু। বন্ধুত্বের মাঝে সাম্প্রদায়িক বাধা একটা কৌতুক মাত্র।
সংখ্যালঘু শব্দটা শুধু ধর্মীয় ক্ষেত্রেই ব্যবহার করা হয় আজকাল। যাদের সংখ্যা কম তারাই সংখ্যালঘু আর তা যে কেউ হতে পারে। যেমন রাজনৈতিক সংখ্যালঘু দল, দু দলে মারামারি লাগলে যে দলে কম লোক তারাই সংখ্যালঘু, ধর্মের আড়ালে আমাদের সমাজে আরও কতিপয় জাত এবং গোষ্ঠী নিয়ে প্রাত্যহিক ঝগড়া বিবাদ হয়, সেখানেও রয়েছে সংখ্যালঘুর হিসেব, একটি বিভাগের লোকজন অন্য একটি বিভাগে গিয়ে জনপদ গড়ে তোলতে প্রথমে সংখ্যালঘুদের লাইনেই দাঁড়াতে হয়। এরকম আরও শত শত সংখ্যালঘুদের হিসেব দেয়া যাবে। তবে হিন্দুরাই কেনো সংখ্যালঘু?
বাংলাদেশে আজ অবধি যতোগুলো সাম্প্রদায়িক হামলা হয়েছে তা ভালো করে বিশ্লেষণ করলে দেখা যাবে যে তার প্রায় সবকটিই রাজনৈতিক। একদল রাজনৈতিক কুলাঙ্গার "অসাম্প্রদায়িক" রাষ্ট্র গড়ে তোলার জন্য মরিয়া হয়ে কাজ করছে। তাদের আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশ আর কতটুকু অসাম্প্রদায়িক হলে আপনারা খুশি হবেন? বাংলাদেশ কি অসাম্প্রদায়িক নয়? বাংলাদেশ কি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র নয়? আমরা যদি অসাম্প্রদায়িক জাতি না হতাম তাহলে ৯০% এরও বেশি মুসলমানদের দেশে হিন্দুরা বাস করছে কিভাবে? মুসলমানরা অবশ্যই করুনা করছে না। তারা মিলে মিশে এক সাথে বাস করছে। বাংলাদেশে আজ পর্যন্ত কয়টি জায়গায় ধর্মীয় মারামারির খবর পেয়েছেন? কয়টি জায়গায় হিন্দু মুসলিমদের ঝগড়ার খবর পেয়েছেন? কয়টি এলাকায় বৌদ্ধ খ্রীস্টানদের বিবাদের খবর শুনেছেন? শুনেন নি। কারণ আমরা সবাই মিলেমিশে বাস করতে জানি। আমরা অলরেডি অসাম্প্রদায়িক।
প্রতিটি নির্বাচনের পরই সংখ্যালঘুদের উপর হামলার খবর। যেকোনও ধরনের বড় রাজনৈতিক ঘটনা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্যই সংখ্যালঘুদের উপর হামলা।
কেনো?
কেনো তারা রাজনৈতিক হামলার শিকার হবে?
দেশের আইন শৃঙ্খলা বাহিনী কোথায়? গাড়ি পোড়ানোর অপরাধে জড়িতদের ধরিয়ে দেয়ার জন্য মাথাপিছু এক লক্ষ টাকা করে পুরষ্কার ঘোষনা করা হলো। সংখ্যালঘুদের উপর হামলার জন্য আজ অবধি কি কি পদক্ষেপ নেয়া হয়েছে? এর সাথে জড়িত কয়জনকে গ্রেফতার করা হয়েছে? এরা কারা? কেনো এদের গ্রেফতার করা হয়না?
কারণ একটাই, এরা কোনও ধর্মের প্রতি শ্রদ্ধা রাখেনা। এরা সবাই রাজনীতির সাথে জড়িত।
লেখাটির নিচে কয়েকটি লিংক দেয়া আছে। সেগুলো ঘাটলেই দেখতে পাবেন এসব হামলা কোনও ধর্মীয় আক্রোশের কারণে নয়, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য।
স্বাধীনতার পর এই চার দশকে হিন্দু সম্প্রদায়ের লোক কয়েক গুণ এগিয়ে গেছেন। শিক্ষায়, চাকুরীতে অথবা ব্যবসায়, কোনও কিছুতেই তারা পিছেয়ে নন। সাম্প্রদায়িক হামলা প্রতিহত করার মতো পর্যাপ্ত শক্তি এই মহূর্তে তাদের আছে। তারা চাইলেই যেকোনও মসজিদে হামলা চালাতে পারেন। কিন্তু তারা তা না করে ধৈর্য্যের পরিচয় দিচ্ছেন এবং অফিসিয়ালি প্রতিবাদ জানাচ্ছেন। কারণ তারা জানেন এই মুহূর্তে এধরনের যেকোনো পদক্ষেপ বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গার নরকে পরিনত করবে। এই মুহূর্তে বাংলাদেশ একটি ক্রুসেইডের জন্য মোটেও প্রস্তুত নয়।
অথচ সে ব্যাপারে বিন্দুমাত্র চিন্তা না করে কতিপয় অসাধু রাজনৈতিক ব্যবসায়ীরা দেশটাকে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ঠেলে দিচ্ছেন। কিন্তু তারা জানেন না যে, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টানরা নিজেদের মধ্যে ভালবাসা আর বন্ধুত্বের বন্ধন সৃষ্টি করে আরেকটি নতুন সম্প্রদায় তৈরী করে ফেলেছি। আর সে সম্প্রদায়ে কোনও সংখ্যালঘু নেই, কোনও সংখ্যাগুরুও নেই। সে সম্প্রদায়ের নাম বাঙ্গালী সম্প্রদায়।
যারা এই সম্প্রদায়ের মাঝে ফাটল ধরানোর চেষ্টা করবে, তারাই সংখ্যালঘু এবং আমরা সবাই মিলে সেই সংখ্যালঘুদের প্রতিহত করবো।
লিংক
১. http://www.bdtomorrow.org/blog/blogdetail/detail/1930/chairman/35638
২. http://www.kalerkantho.com/print-edition/last-page/2013/11/21/23299
৩. http://mzamin.com/details.php?mzamin=+NjEyNg%3D%3D&s=MQ%3D%3D
৪. http://dailynayadiganta.com/details.php?nayadiganta=MTAzMTk=&s=MTU=
৫. http://www.bbc.co.uk/bengali/news/2014/01/140109_mh_attack_on_hindus.shtml
৬. http://dailynayadiganta.com/details.php?nayadiganta=OTY2NA%3D%3D&s=MjM%3D
ফেইসবুক লিংক
http://www.facebook.com/shadashidhe.jhuliwala
বিষয়: রাজনীতি
১৪২৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন