আফসোস নুর হোসেন
লিখেছেন লিখেছেন সাদাসিধে ঝুলিওয়ালা ১০ নভেম্বর, ২০১৫, ১০:৪৮:০৪ রাত
ইনি নুর হোসেন।
১৯৮৭ সালের ১০ই নভেম্বর স্বৈরতন্ত্র এবং স্বৈরশাসক হোসেইন মু. এরশাদের বিরুদ্ধ আন্দোলনকালে পুলিশের গুলিতে তিনি নিহত হন। ছবিটি তাঁর মৃত্যুর মিনিট দশেক আগে তোলা।
আজ শহীদ নুর হোসেন দিবস। সরকার, বিরোধী দল এবং জনগনের সাথে সাথে সরকারের আশ্রয়ে থাকা নুর হোসেনের হত্যাকারী সেই স্বৈরশাসকও আজ শহীদ নুর হোসেন দিবস পালন করছেন।
এমন কৌতুক দেখে উপরে বসে নুর হোসেন হয়তো কখনও মুচকি মুচকি হাসছেন, আর কখনওবা আফসোস করছেন আর বলছেন, এই কীট পতঙ্গগুলোর জন্য বৃথাই প্রাণটা দিলাম।
বিষয়: বিবিধ
৭৮৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন