৪২ বিড়ম্বনা
লিখেছেন লিখেছেন সাদাসিধে ঝুলিওয়ালা ২৫ অক্টোবর, ২০১৩, ০৪:২৮:৩১ বিকাল
বাড়ির পাশে কিছু খালি জায়গা দখল করে আইসক্রিম ফ্যাক্টরি খুলে বসলো স্থানীয় এক গোঁফওয়ালা ক্যাডার। থানায় মামলা করলাম। ধীরে ধীরে আদালতে গেল মামলা। জজ সাহেবরা আমলে নিলেন।
বন্ধুর পরামর্শে জাঁদরেল এক উকিল সাহেবের শরণাপন্ন হলাম। ফেসবুকে উনার ছবি দেখেছিলাম। সেই সুযোগে Follow বাটনে চাপও দিয়েছিলাম।
তিনিও গোঁফওয়ালা। বললেন, "চার লাখ টাকা নিয়ে আসো, কাজ হয়ে যাবে।"
জায়গার দাম চার লাখ টাকার কম হওয়া স্বত্বেও আমি রাজি হয়ে গেলাম কারণ জায়গাটা আমাদের খুব দরকার।
অনেক কষ্ট করে টাকাটা জোগাড় করে উকিল সাহেবের কাছে নিয়ে গেলাম। টাকাটা রেখে উনি একটা কাগজে কিছু লিখে তারপর ভাঁজ করে ওটা আমার হাতে ধরিয়ে দিলেন। জানতে চাইলাম এটা কি। তিনি বললেন, "এটা নেক্সট এপয়েন্টমেন্ট ডেট। ঐ তারিখের আগে আমি ফ্রি না। তাই ঠিক ঐ তারিখেই আমার সাথে দেখা করবেন।"
উকিল মানুষ। সারাক্ষণ ব্যস্ত থাকেন। কতো শত ক্লায়েন্ট উনার। এপয়েন্টমেন্ট তো দিতেই পারেন। একটু দেরী হলেও সমস্যা নাই। কেসটা উনি জিতবেনই, আমার বন্ধুর ভাষ্যমতে।
বাসায় এসে ফ্রেশ হয়ে ফেসবুক নিয়ে বসলাম। এটা সেটা দেখছিলাম। হঠাৎ উকিল সাহেবের স্ট্যাটাস চোখে পড়লো। উনি লিখেছেন,
"আমি ৪২ বছর পরের বিচারকার্যে বিশ্বাসী। আপনি?"
স্ট্যাটাসটা দেখেই আমার মনে কেমন জানি একটা খটকা লাগলো। সাথে সাথেই পকেট থেকে ভাঁজ করা কাগজটা বের করে পড়া শুরু করলাম।
পরে মা'র মুখে শুনেছি যে আমার মাথায় পুরো আড়াই ঘন্টা ব্যাপী সাড়ে তিন বালতি পানি ঢালার পর আমি হুঁশ ফিরে পাই।
কাগজে লেখা ছিলো,
"নেক্সট এপয়েন্টমেন্ট ডেট ৮/১০/২০৫৫ ইং।
সকাল ১০ টা।"
বিষয়: বিবিধ
১২৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন