মুখ ফেরানো!!
লিখেছেন লিখেছেন সৎ লোকের শাসন চাই ০২ জানুয়ারি, ২০১৪, ০৫:২৬:৫৮ বিকাল
১
মাত্র কিছুদিন আগেও যারা আমাদের এই স্বাধীন(?) দেশে এসে একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসানোর জন্য নগ্নভাবে দূতিয়ালি করে গেছেন, অবাক করার মত বিষয় হলেও সত্য তারাই এখন আস্তে আস্তে বোল পাল্টাচ্ছেন! আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থান দেখে হোক আর বিবেকের(?) তাড়নায় হোক তাদের এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা।
এতক্ষণে নিশ্চয়ই বুজে নিয়েছেন আমি কার কথা বলতে চাচ্ছি।
হ্যাঁ পাঠক, আমি ওপারের দাদাদের কথাই বলছি। কথা ছিল সব পক্ষের সাথে আলোচনা করে সবার অংশগ্রহনে কিভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা যায়। কিন্তু তা না করে উনারা আ.লীগের পক্ষে দালালি করে গেছেন।
আমার ভাবতে অবাক লাগে,আমরা স্বাধীন দেশে বসবাস করি। কারণ আমাদের দেশে কীভাবে নির্বাচন হবে,কোন সরকার ক্ষমতায় আসবে, সেই সরকার কতদিন থাকবে আবার কীভাবে নির্বাচন করতে হবে সেই নির্দশনা অন্য একটি রাষ্ট্র ঠিক করে দিবে এই কথা শুনে নিজেকে আজ অনেক অভাগা জাতির একজন নাগরিক মনে হয়।
বিস্তারিত এখানে
যাই হোক উনারা এখন কোন এক অদৃশ্য কারনে গত দুই দিন যাবত একপ্রকার আ.লীগের বিপক্ষেই কথা বলছেন!
তারাই এখন বলছেন ৫ই জানুয়ারির নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেই সরকার হবে পুরাই অবৈধ সরকার!
নতুন(নতুন মোড়কে পুরাতন পণ্য) সরকার গঠন হওয়ার আগেই তারা সেই সরকারকে অবৈধ ঘোষণা করে দিল?
বিস্তারিত এখানে
এ যদি হয় আ.লীগের বন্ধু রাষ্ট্রের মতামত তাহলে অন্য এই সরকারের অপ্রিয় দেশ গুলোর প্রতিক্রিয়া কি হতে পারে একবার ভেবে দেখুন।
২
১৯৭১ সালে শেমু এবং তার দল আ.লীগ বাংলাদেশের স্বাধীনতা চাননি বলে মন্তব্য করেছেন ভারতীয় এক গবেষক!
বিস্তারিত এখানে
তাহলে কি শেমু শুধুমাত্র ক্ষমতা দখল করার জন্য এদেশের মানুষ দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করিয়েছে?
তিনি বলেছেন,তারা যে দেশের স্বাধীনতা চান,সেটা মার্চ মাস পর্যন্ত কোথাও বলেননি।
শ্রীনাথ রাঘবন লন্ডনের কিংস কলেজের রিসার্স ফেলো এবং সেন্টার ফর পলিসি রিসার্সের সিনিয়র ফেলো।
কোথায় এখন স্বাধীনতার পক্ষের সোল এজেন্ট দাবিদাররা? কোথায় এখন স্বাধীনতার চেতনাধারীরা? তাদের চেতনা কি চেতেনা? তাদের চেতনার অঙ্গ কি পুড়েনা?
আসলে চেতনার নামে এসব নাস্তিক কুলাঙ্গারেরা দেশ থেকে ইসলামের নাম মুছে দিতে চায়। তাদের মুল জ্বালা হল ইসলাম।
ইনশাল্লাহ একদিন এই দেশের ধর্মভীরু মানুষ এদেরকে দেশ থেকে বিতাড়িত করবে।
এবং বলবে, “হিন্ধুস্থানের রাজাকার,
তাড়াতাড়ি বাংলা ছাড়”।
বিষয়: রাজনীতি
১৬২৮ বার পঠিত, ১ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন