কাদের লীগ ট্রেনিং সেন্টার

লিখেছেন লিখেছেন সৎ লোকের শাসন চাই ০১ জানুয়ারি, ২০১৪, ০১:১৪:১৭ দুপুর



ওবায়দুল কাদের, মহাজোট সরকারের শেষ দিকের যোগাযোগ মন্ত্রী ।

তিনি মন্ত্রী হওয়ার আগে অনেক সময় কিছু কিছু মূখরোচক তথা উচিৎ(!) কথাবার্তা বলতেন(মনে হয় মন্ত্রীত্ব না পাওয়ার হা-হুতাশ বা ক্ষোভ থেকে) যেগুলেোর মধ্যে কিছু কিছু সরকারের বিপক্ষেও যেত! তখন মানুষ বলাবলি করত তার মত এই রকম আরও দুই-চার জন ভালো ব্যাক্তি (?) যদি দেশে থাকত তাহলে দেশের রাজনীতির এই সংকট থেকে কিছুটা হলেও উত্তরন হতে পারত।

কিন্তু একি হায়...... যেই না তিনি মন্ত্রীত্ব পেলেন সে ই তার তার উচিৎ কথা বাতাসে মিলিয়ে গেল, কথাবার্তার ধরণ পাল্টে গেল। তিনি বুজিয়ে দিলেন তিনিও একজন খাঁটি আওয়ামিলীগ এবং আওয়ামিলীগের হয়ে মিথ্যা বলাও জায়েজ(!)। বিভিন্ন উক্তির মধ্যে কিছু কিছু উল্লেখ না করলেই নয়।

যমুনা(বঙ্গবন্ধু) সেতুর ফাটল মেরামত শেষে উদ্বোধনের সময় তিনি বলেছিলেন, “এই ফাটল মেরমতে সর্বাধুনিক প্রযুক্তি এবং উন্নতমানের উপাদান ব্যবহার করা হয়েছে তাই এই সেতুর আয়ুষ্কালে ফাটল হওয়ার সম্ভাবনা নেই”। কিন্তু মেরামতের মাত্র ৭(সাত) মাসের মাথায় আবার ফাটল দেখা দিয়েছে! যা ইতিমধ্যেই গণমাধ্যমে এসেছে।

পদ্মা সেতু নিয়ে তিনি বলেছিলেন, “পদ্মা সেতু নিয়ে বিরোধী দল(বিএনপি সহ অন্যান্য দল) এখন যে সমালোচনা করছে পদ্মা সেতুর কাজ যখন শুরু হবে তখন তারা(বিরোধী দল) কি বলবে?” তিনি কথাটা এমন ভাবে বলেছিলেন যেন তিনি ১০০% কনফার্ম পদ্মা সেতুর কাজটা তার সরকার শুরু করতে পারবেন। কিন্তু দুঃখের বিষয় আজও তারা(মহাজোট সরকার) কাজটি শুরু করতে পারে নাই।

শেখ হাসিনার অধীনে নির্বাচনে বিএনপি- র অংশগ্রহন নিয়ে তিনি বলেছিলেন, “বিএনপি এখন যাই বলুক, নির্বাচনে সর্বপ্রথম যে দলটি অংশগ্রহন করবে সে দলটি হল বিএনপি”। কিন্তু আমরা দেখতে পেলাম বিএনপি নির্বাচনে অংশগ্রহন করে নাই।

এছাড়াও তিনি অনেক সময় রসাত্নবোধক কথাবার্তা বলে থাকেন যেগুলো কম-বেশী আমরা সবাই জানি।

তিনি গতকাল(৩১/১২/২০১৩) বলেছেন, “বিএনপি আন্দোলন করতে জানে না, আন্দোলন কিভাবে করতে হয় তা আওয়ামিলীগের কাছ থেকে বিএনপি কে ট্রেনিং নিতে হবে”।

এখানে ক্লিক করুন...

সত্যিই তো, বিএনপি কে অবশ্যই আওয়ামিলীগের কাছ থেকে আন্দোলনের ট্রেনিং নিতে হবে। আওয়ামিলীগের কাছ থেকে বিএনপিকে যেগুলো ট্রেনিং নিতে হবে....

### কিভাবে গান পাওডার দিয়ে বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করে আন্দোলন করতে হয়,

### কিভাবে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করে আন্দোলন করতে হয়,

### কিভাবে বিশ্বজিতেরমত মত নিরীহ মানুষকে দিন-দুপুরে কুপিয়ে হত্যা করতে হয়,

### কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী কে নিজ দলের ক্যাডার বাহিনীর মত ব্যবহার করতে,

### কিভাবে সুপ্রিমকোর্টের আইনজীবিদের উপর বিনা কারণে হামলা করতে হয়,

### কিভাবে বিরোধী মতের লোকদেরকে রাজাকার এবং স্বপক্ষের লোকদেরকে মুক্তিযোদ্ধা বানানো যায়,

### কিভাবে বিরোধী মতের লোকদের উপর জেল-জুলুম, নির্যাতন, হত্যা-গুম, লুন্ঠন করতে করতে হয়,

### কিভাবে একদলীয় শাসন ব্যবস্থা(বাকশাল) কায়েম করা যায়,

### কিভাবে লালবাহিনী, নীলবাহিনী,রক্ষীবাহিনী গঠন করে হত্যা, গুম চালানো যায়,

### কিভাবে নিজেদের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে আবার নিজেদেরই স্বার্থে তা বাতিল করা যায়,

### কিভাবে নিজ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব স্বার্থ জলান্জ্ঞলী দিয়ে কোন নির্দিষ্ট ব্যাক্তি বা দলের জন্য প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষা করতে হয়,

### কিভাবে গণতান্ত্রীক সরকার হয়েও স্বৈরশাসন কায়েম করা যায়,

### কিভাবে গণমাধ্যমের টুঁটি চেপে ধরতে হয়,

### কিভাবে নির্লজ্জের মত অহরহ মিথ্যা বলতে হয়,

### কিভাবে ৫(পাঁচ) বছরের মধ্য সম্পত্তি হাজার হাজার গুণ বৃদ্ধি করা যায়,

### কিভাবে দেশে অরাজকতা সৃষ্টি করা যায়,

### কিভাবে রাষ্টীয় সম্পদ কে নিজের পৈত্রিক সম্পত্তির মতো ব্যবহার করতে হয়,

### কিভাবে ক্ষমতায় থেকেও জনতনের বিরুদ্ধে হরতাল-অবরোধ করতে হয়,

### কিভাবে গৃহবন্দী না হওয়া সত্ত্বেও বিরোধী নেত্রীকে গোপালী লীগ দিয়ে গৃহবন্দী করে রাখা যায়,

### কিভাবে ৭১ এর হানাদার বাহিনীর মত পুলিশলীগ দিয়ে বিরোধী নেতাদের ঘর-বাড়ী ভুলডোজার দিয়ে ভেঙ্গে দেয়া যায়,

### সর্বোপরি কিভাবে ইলেকশনের নামে সিলেকশন করে অবৈধভাবে ক্ষমতা দখলের হীন প্রয়াস চালানোর ট্রেনিং আওয়ামিলীগের কাছ থেকেই নিতে হয় অন্য কারো কাছ থেকে নয়।

আর এগুলোর কারণেই এখন আওয়ামী নেত্রী এখন হিটলারকেও হার মানিয়ে বিশ্বের নিকৃষ্টতম স্বৈরাচারের মুকুট পরেছেন!!!

Top 10 Worst Dictators In History

বিষয়: রাজনীতি

২৩৩৫ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

157945
০১ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:১৭
মুক্তধারা লিখেছেন : ৫ জানুয়ারীর নির্বাচন বাতিল ঘোষনা দিবেন প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্য ভাষণে
Click this link
০১ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৪
112681
হতভাগা লিখেছেন : কৈ যে পান এইসব ছাইপাশ !
157964
০১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১৩
157966
০১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১৪
157967
০১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১৫
157970
০১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২৬
ইসলামের বাংলাদেশ লিখেছেন : আমি আমার ৪৭বছরের জীবনে একজন মানুষও দেখি নাই যার বিবেক আছে অতচ আওয়ামীলীগ করে। বিবেকহীন মানুষদের মিলনমেলা আওয়ামীলীগ। ওবাইদুল কাদেরের জন্যই তো ১/১১ এসেছিল।
০১ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৬
112686
সৎ লোকের শাসন চাই লিখেছেন : একেবারে সত্যি বলেছেন। আমারও এই রকম ধারণা। Surprised
157975
০১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩২
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো...Happy Good Luck
০১ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৮
112687
সৎ লোকের শাসন চাই লিখেছেন : কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।Happy Happy
158010
০১ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩০
আবরণ লিখেছেন : @সৎ লোকের শাসন চাই। আপনার লেখাটি পড়ে চমৎকৃত হয়েছি। "কাদের লীগ ট্রেনিং সেন্টার" সম্পর্কে প্রচুর আগ্রহ বোধ করছি। যে সিলেবাসের উল্লেখ করা হয়েছে তা' সত্যিই খুব প্রয়োজনীয়। যত খরচই হোক এই রকম একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে ভবিষ্যতে একজন প্রতিষ্ঠিত বুদ্ধিজীবি হিসাবে দেশ ও দশের পিন্ডি চটকানো নিশ্চিত। ধন্যবাদ আপনাকে।
০১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৬
112693
সৎ লোকের শাসন চাই লিখেছেন : কেন আগ্রহ বোধ করছেন ? অবৈধভাবে ক্ষমতায় যাওয়া বা থাকার ইচ্ছে আছে নাকি? আর যদি থেকেই থাকে তাহলে আওয়ামিলীগে ভর্তি হয়ে বহুরুপি কাদেরের সাথে যোগাযোগ করুন।
আপনাকেওধন্যবাদ।
158161
০১ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৮
সবুজেরসিড়ি লিখেছেন : ওবায়দুল কাদের ঠিক মতো বাংলাই বলতে পারেনা যখন বলে মনেহয় কতনা যুদ্ধ করছে । ভারতের দলাল . . .

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File