প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই

লিখেছেন লিখেছেন হৃদয় আমার তলোয়ার ০৭ অক্টোবর, ২০১৩, ০৯:১৯:৩৬ রাত

হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলাম চৌধরী পরিচালিত জামিয়াতুল উলুম আল ইসলামীয়া মাদরাসার আই পি এস বিষ্ফোরণে আগুন লেগে ছাত্রাবাসের একটি কক্ষ পুড়ে গেছে এবং তিন ছাত্র আহত হয়েছেন। এটি একটি সাধরণ দুর্ঘটানা। এরকম দুর্ঘটানা হয়ে থাকে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে, সরকার তাদের হীন প্রচেষ্টা চরিতার্থ করার জন্য পুলিশ বাহিনী দিয়ে নাটক মঞ্চস্থ করতেছে। এবং এই ঘটনাকে বামপন্থী নাস্তিক্যবাদী মিডিয়া ও সরকার ভিন্নখাতে প্রবাহিত করার জন্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বোমা বিষ্ফোরনের কল্পকাহিনী ছড়াচ্ছে। পুলিশের দাবি, তারা নাকি তিনটি গ্রেনেড উদ্ধার করেছে। আমার প্রশ্ন হল- যদি সেখানে গ্রেনেড বিস্ফোরণ হয়ে থাকে, তাহলে কেমন করে কক্ষ থেকে জিবিত মানুষ উদ্ধার হয়েছে? সরকারের উদ্দেশ্যে বলতে চায় প্রতিটি নাটকের একটি শেষ আছে। সুতরাং আপনাদের নাটকেরও শেষ আছে। নাটক শেষ হলে যেমন চ্যানেল পরিবর্তন করে অথবা টিভি বন্ধ করে দেয় তেমনি যখন আপনাদের নাটক শেষ হবে তখন জনগণ আপনাদের চ্যাপ্টার বন্ধ করে ডাষ্টবিনে নিক্ষেপ করবে। যতই নাটক মঞ্চস্থ করেন না কেন মুসলমানদের ঈমানী দাবি থেকে আলেম ওলামারা পিছপা হবেনা। যুগে যুগে আলেম ওলামারা দ্বীনের জন্য জান মাল কোরবান করে এসেছে, এটাই আলেম ওলামাদের বৈশিষ্ট। সময় থাকতে ইহুদী খৃষ্টানদের দালালী ছেড়ে জনগণের কাতারে চলে আসুন।

বামপন্থী নাস্তিক্যবাদী মিডিয়া ও সরকার ভিন্নখাতে প্রবাহিত করার জন্য যে অপপ্রচার চালিয়ে যাচ্ছে আমি তার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই।

বিষয়: বিবিধ

১১৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File