জিবনটা না কত সুন্দর
লিখেছেন লিখেছেন হৃদয় আমার তলোয়ার ০৩ অক্টোবর, ২০১৩, ১১:৪৮:২৯ রাত
জিবনটা না কত সুন্দর। কেহ কি চায় এই সুন্দর জিবনটাকে অসুন্দর করতে. না,কেহ চাই না। সবাই চাই এই সুন্দর জিবনটাকে উপভোগ করতে। কিন্তু সবাই কি পারে জিবনটাকে উপভোগ করতে। না, পারেনা। কেন পারে না জানেন। না, জানি না। কেন জানে না। না তাও জানিনা। আসলে কি আমরা মানুষই অজানাকে ভালবাসি। আমরা অজানাকে এমন ভালবাসি এটিকে বাসতে বাসতে একেবারে ভেসে দিই। এভাবে অজানা থেকে জিবনটাকে ভেসে দিলে কি হয়। না, হয়না। আসুন কিছু জানতে শিখি, এবং জানার মাধ্যমে জিবনটাকে উপভোগ করতে শিখি। আসলে, একটা জিনিস কে না জেনে উপভোগ করার চেয়ে জেনে উপভোগ করা শ্রেয়। একমাত্র জানার মাধ্যমেই জিবনটা সুন্দর করে সাজানো যায়।
বিষয়: বিবিধ
১১৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন