ছড়া আর আড্ডার প্রথম আসর ছড়াড্ডা-১
লিখেছেন লিখেছেন ছড়াড্ডা ৩০ সেপ্টেম্বর, ২০১৩, ০২:০৭:৪৮ দুপুর

আমার সোনার বাংলাদেশ
--------------------------
নদী ফুল পাখী
কিছুই নেই বাকী ![]()
মুখে মুখে গান
ছন্দ প্রেম অফুরান![]()
আছে বৃষ্টি রোদ্র
আছে ক্ষুধা দারিদ্র![]()
আছে পর্বত পাহাড়
ষড় ঋতুর বাহার![]()
জন্মেছি এই দেশে
সোনার বাংলা দেশে![]()
ধন্য আমি ধন্য
এমন দেশের জন্য
স্বাগতম সবাইকে আজকের আড্ডায়
আ্ড্ডাটা হয়ে যাক ছন্দ আর ছড়ায় ![]()
বিষয়টা হল আজ আমার সোনার দেশ
লিখতে থাকুন ছন্দে তালে মনের বিশেষ ![]()
দেরী কেন হয়ে যাক পটাপট
ছড়া আর আড্ডায় ছড়াড্ডার জট
বিষয়: বিবিধ
২৩১৯ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন