"ছন্দ যাদের মনের মাঝে আসতে পারেন সকাল সাঝে"

লিখেছেন লিখেছেন ছড়াড্ডা ২৬ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:১০:৪৬ দুপুর

কথা হবে ছন্দতালে-

আটকে যাবে ছন্দজালে,

যা খুশি তাই কি হবে?

না না না ভাই ভাবতে হবে।

বিষয়টা খুব জটিল নয়,

সবার কাছে সহজ হয়,

সেটা নিয়ে ভাবছি মোরা,

হতেই হবে ছন্দ ছড়া।

লিখতে থুকন সবাই মিলে

চমকে যাবে সবার পিলে।

দেখুন কতো মজার খেলা,

বসবে হেথায় ছড়ার মেলা!!

বিষয়: বিবিধ

১৯২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File