বর্তমান সরকারের আরেক প্রহসনের বিচারঃ বিডিআর বিদ্রোহের হত্যা মামলার রায় বুধবার,, সবাই দোয়া করুন তারা যেন খালাস পায়।
লিখেছেন লিখেছেন আম পাবলিক ২৯ অক্টোবর, ২০১৩, ০৫:২৯:২৪ বিকাল
বর্তমান সরকারের আরেক প্রহসনের বিচারকার্য বিডিআর বিদ্রোহের মামলা । এই বিচারের মাধ্যমে হাজার হাজার দেশপ্রেমিক সৈনিক, দেশমাতৃকা রক্ষায় যাদের অবদান অনস্বীকার্য, যারা দিনের পর দিন, রাতের পর রাত নিজেদের জীবন বাজী রেখে দেশের সীমান্ত পাহাড়া দিয়েছে সেই সাহসী সন্তানদের অনেককে ফাঁসিতে ঝুলাবে। বর্তমান সরকার অন্যায় ভাবে গত সাড়ে চার বছর যাবৎ জেলে পুরে রেখেছে..।
ইতোমধ্যে বিদ্রোহ মামলায় তাদের প্রায় ছয় হাজার বিডিআর সদস্যের সর্বোচ্চ ৭ বছরের সাজা হয়েছে।
এখন আবার হত্যা মামলায় আরো ৮৫০ জনের রায় হবে আগামীকাল। যাদের মধ্যে প্রায় ৯০% ই নিরপরাধ, নির্দোষ। আর এই মামলায় সর্বোচ্চ সাঁজা মৃত্যুদণ্ড।
সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে কোন নিরপরাধ ব্যাক্তির সাঁজা না হয়। আল্লাহ তাদের সবাইকে হেফাজত করুন। আমীন।
নিউজঃ Click this link
চাঞ্চল্যকর বিডিআর বিদ্রোহের হত্যা মামলার রায় ঘোষণা করা হবে বুধবার। নৃশংস এ হত্যাকাণ্ডের ৪ বছর ৮ মাস পর এ মামলার রায় ঘোষণা করা হচ্ছে।
২০ অক্টোবর আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে এ দিন ধার্য করেন পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা সংলগ্ন স্থানে স্থাপিত অস্থায়ী মহানগর তৃতীয় দায়রা জজ ড. আক্তারুজ্জামান।
গত ২৯ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করেন। আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন পরদিন ৩০ সেপ্টেম্বর থেকে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দেয়া অভিযোগপত্রে এ মামলায় সাক্ষী ছিলেন এক হাজার ২৭৫ জন। তাদের মধ্যে ৬৫৪ সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।
পিলখানা হত্যা মামলায় আসামির সংখ্যা ৮৫০ জন। তাদের মধ্যে পোশাকধারী বিডিআর সদস্য ৭৮২ জন। বিডিআরে কর্মরত বেসামরিক সদস্য ২৩ জন।
বিষয়: বিবিধ
১৮৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন