মাদরাসা থেকে পশু জবাইয়ের ছুরি জব্দের মিশনে নেমেছে পুলিশ

লিখেছেন লিখেছেন আম পাবলিক ২৩ অক্টোবর, ২০১৩, ১০:৪১:৩৬ সকাল

রাজধানীর বিভিন্ন মাদরাসা থেকে পশু জবাইয়ের ছুরি জব্দের মিশনে নেমেছে মহানগর পুলিশ। সোমবার থেকে এ অভিযানে জব্দ হয়েছে হাজারেরও বেশি ছুরি-চাকু।



২৫ অক্টোবরের আগেই রাজধানীর সব মাদরাসা ও এতিমখানা থেকে ছুরি-চাকু পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া কথা রয়েছে। আগাম সতর্কতা হিসেবেই পুলিশ এ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

Click this link

জব্দকৃত ছুরিগুলো কেবল কোরবানির পশু জবাইয়ের জন্য ব্যবহৃত হয় বলে জানান বিভিন্ন মাদরাসা কর্তৃপক্ষ। কোরবানির সময় ছাড়া অন্যান্য সময় ছুরিগুলো মাদরাসায় নিরাপদ স্থানে রাখা হয়। তবে এবারই প্রথম ছুরিগুলো পুলিশ নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন মাদরাসার পরিচালকরা।

তবে এ অভিযান রাজধানীর বড় বড় মাদরাসাগুলোতে চালানো হয়েছে। পরে ছোট ছোট মাদরাসা কর্তৃপক্ষ নিজ থেকেই ছুরি জমা দিয়ে যাচ্ছে বলেও পুলিশের একটি সূত্র জানায়। রাজধানীর লালবাগ, মিরপুর, মালিবাগ, মোহাম্মদপুরের বড় কয়েকটি মাদরাসা থেকে ছুরিগুলো নিয়ে যায় পুলিশের সদস্যরা।

মূলত সরকারের মেয়াদ শেষ হওয়ার পর বড় ধরণের নাশকতা এড়াতেই পুলিশের এ ছুরিগুলো জব্দ করছে বলে জানা গেছে। পরে এ ছুরিগুলো আবার ফেরত দেয়ার কথাও জানিয়েছে পুলিশ। তবে মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টিকে মাদরাসার প্রতি সরকারের বিরূপ দৃষ্টিভঙ্গি হিসেবেই দেখছে। একাধিক মাদরাসার প্রিন্সিপালদের সঙ্গে কথা বলে এমনটি জানা গেছে।

পুলিশের আশঙ্কা, ২৫ অক্টোবরে বিরোধীদলের সঙ্গে মাদরাসার ছাত্র শিক্ষকরাও নাশকতা ঘটাতে পারে। হেফাজতে ইসলামের উৎপত্তি এসব কওমি মাদরাসা থেকেই। সরকারের ওপর প্রতিশোধ এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে তারা এ ছুরি ব্যবহার করতে পারে। তাই ছুরিগুলো জব্দ করা হচ্ছে।

রাজধানীর লালবাগ জামিয়া কোরআনিয়া মাদরাসা থেকে জব্দ করা হয় ২৩৬টি ছুরি। সোমবার লালবাগ থানার একজন এসআইয়ের নেতৃত্বে মাদ্রাসার লকার থেকে ছুরিগুলো থানায় নিয়ে যাওয়া হয়। প্রথমে মাদরাসা কর্তৃপক্ষ ছুরিগুলো দিতে অস্বীকৃতি জানালেও পরে দিয়ে দেয়।

এ বিষয়ে লালবাগ মাদরাসার মজলিসে শুরার সদস্য মাওলানা যোবায়ের আহমেদ বলেন, ‘এমন ঘটনা নজিরবিহীন। ব্রিটিশ আমল থেকে সব কওমি মাদরাসায় কোরবানির পশু জবাই করার জন্য ছুরি রাখা হয়। এ ছুরি কখনো অন্য কোনো কাজে ব্যবহৃত হয়েছে, এমন প্রমাণ কেউ দিতে পারবে না।’

তিনি অভিযোগ করে বলেন, ‘সরকার ইচ্ছে করেই এমনটি করছে। কখনোই কোনো সংঘাতে, সংগ্রামে মাদরাসার ছাত্র শিক্ষকরা ছুরি নিয়ে বের হওয়ার কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। এটি একটি নিন্দনীয় কাজ।’

মালিবাগের চৌধুরীপাড়ায় অবস্থিত শায়খ জুনুর উদ্দিন (রহ.) দারুল কোরআন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু মুছাও একই অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমাদের মাদরাসা থেকে ১৯২টি ছুরি নিয়ে যায় পুলিশ। এগুলো কেবলই কোরবানির পশু জবাই ছাড়া অন্য কোনো কাজে কখনই ব্যবহৃত হয় না। আমরা নিরাপদ স্থানে এগুলোকে হেফাজতে রাখি। কিন্তু পুলিশ সদস্যরা ২৫ অক্টোবরের দোহাই দিয়ে আমাদের কাছ থেকে এ ছুরিগুলো নিয়ে যায়।’

তিনি পুলিশের উদ্দেশে বলেন, ‘আমাদের আশঙ্কা আমাদের কাছ থেকে এ ছুরি নিয়ে উল্টো সন্ত্রাসীদের হাতে যেনো না চলে যায়। মাঝে মাঝে থানায় গিয়ে আমি ছুরিগুলো দেখে আসবো। ২৫ অক্টোবরের পরে নয়, কোরবানির আগ মুহূর্তে আবার আমাদের হাতে ছুরিগুলো পৌঁছে দিলেই হবে।’

মহানগর পুলিশের মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মাসুদুর রহমানের কাছে ছুরি জমা নেয়ার বিষযে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে অপারগতা প্রকাশ করেন।

অপরদিকে কোনো এলাকা থেকে পুলিশ প্রয়োজনের অতিরিক্ত ছুরি জব্দ করছে বলেও দাবি করেছে। মিরপুর জোনের উপ-কমিশনার (ডিসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘অনেক মাদরাসা থেকে এরকম ইনফরমেশন আছে যে, অধিক পরিমাণে ছুরি ফ্রিজআপ করা হয়েছে। কিছু কিছু মাদরাসা থেকে যতো ছুরি পাওয়ার কথা তার চাইতেও অনেক বেশি পাওয়া যাচ্ছে।’

কেন এসব ছুরি নেয়া হচ্ছে, এ প্রশ্নের বিপরীতে তিনি বলেন, ‘মূলত কেউ যাতে কোনো নাশকতা না করতে পারে, সেজন্য আগাম সতর্কতা নিচ্ছি আমরা। তাছাড়া আমাদের সহনশীলতা, সহমর্মিতা ও মূল্যবোধ কমে যাচ্ছে। তাই এসব ছুরি সবখানে রাখা ঠিকও না।’

মিরপুর জোনের সবকটি মাদরাসা ও এতিমখানা থেকে ছুরি জব্দ করা হচ্ছে বলেও জানান তিনি। তবে কতো ছুরি জব্দ করা হয়েছে এ বিষয়ে স্পষ্ট না বললেও ‘অনেক’ বলে জানিয়েছেন এ পুলিশের এ ডিসি।

তবে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোত্তাকিন বলেন, ‘উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সব মাদরাসা থেকে ছুরি জমা নেয়া হচ্ছে। আবার নির্দেশ পেলেই ফেরত দেয়া হবে। এটা অনেকটা আর্মস জমা নেয়ার মতো একটা বিষয়। এর চাইতে বেশি কিছু না।’

তবে ছুরিগুলো নিয়ে যাওয়ার নিন্দা জানিয়েছে কওমি মাদরাসাভিত্তিক রাজনৈতিক দল ইসলামী ঐক্যজোট, খেলাফতে ইসলামীসহ কয়েকটি ইসলামি দল। তারা এটাকে সরকারের ‘ষড়যন্ত্র’ বলে আখ্যায়িত করেছে।

বিষয়: বিবিধ

১৬২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File