ঘটনা প্রবাহঃ বগুড়ায় শিবিরের মিছিল ।

লিখেছেন লিখেছেন বিতর্কিত মুফরাদ ২৬ নভেম্বর, ২০১৩, ০৭:১৭:১৫ সকাল

মিছিল বের হলো নবাব বাড়ী রোড জামাত অফিসের সামনে থেকে । প্রথমে বিএনপির কয়েকটা খন্ড খন্ড মিছিল সাত মাথার দিক গেল । এবার জামাত শিবিরের মিছিল । বিএনপি আর জামাতের মিছিলে একটু গ্যাপ ছিল । ছাত্রদল সাত মাথায় পৌঁছার পরেই কোকটেল ফোটা শুরু করল । থানার ভিতরে , অলিতে গলিতে কোকটেল ফুটালো ।

পিছনে শিবির ভাইয়েরা বিপদে পড়ল । না জানি পুলিশ গুলি করা শুরু করে । বিএনপি সব সাত মাথা ক্রস করে চলে গেছে বিভিন্ন অলিগলি দিয়ে । সামনে অন্নেক পুলিশ । শিবিরের মিছিল এগিয়ে আসছে । সামনে নেতৃত্ব দিচ্ছে সভাপতি আলাউদ্দীন ভাই । সেক্রেটারীর সাথে নীচু গলায় পরামর্শ করল সাত মাথা পার হতেই হবে । বিক্ষুব্ধ ভাইয়েরা অনবরত স্লোগান দিয়েই যাচ্ছে । পিছন থেকে ধাক্কা আসছে । এবার সভাপতি হাঁটতে শুরু করল । দৃঢ় পদক্ষেপ । অনঢ় সিদ্ধান্ত । হাত তুলে পিছনে ইশারা করলেন আসেন সবাই । আর দু শ গজ সামনেই পুলিশ । সবাই ভাবছে এই বুঝি গুলি শুরু করল , এই বুঝি টিয়ারশেল মারলো ।

কিন্তু ওরা বন্দুক নামিয়ে, হ্যালমেট পরে, ঢালের উপরে হাতে ভর দিয়ে দাড়িয়ে । সভাপতির নির্দেশ পাওয়ার পর কারও গতি মন্থর হয়নি আর সেই একই গতিতে সবাই রাস্তার পাশে দাড়িয়ে থাকা সস্ত্র পুলিশের লম্বা লাইন অতিক্রম করল ।

বিষয়: বিবিধ

১৩৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File