মুসলমানদের ঐতিহ্য। মু উমর ফারুক

লিখেছেন লিখেছেন সাময়ীক ৩০ সেপ্টেম্বর, ২০১৩, ০৭:২২:৩৪ সন্ধ্যা

হে তরুন এস কোরানের পথে,যে পথ মিশে আছে জান্নাতের সাথে।

প্রজন্ম থেকে প্রজন্মান্তর,যুগ থেকে যুগান্তর বিশ্ব ভ্রমান্ডে ইসলাম ও মুসলমানরাই ছিল আলোচ্য বিষয় আর সবছেয়ে নির্যাতিত,নিষ্পেশিত হয়েছে ইসলামী আন্দোলনের কর্মীরা।আজো তাঁর ব্যতিক্রম নয়। তবুও আজকের বিজ্ঞান ও পরিসংখ্যান বলে পৃথিবিতে সবছেয়ে প্রসারিত ধর্ম একমাত্র ইসলাম (আল-হামদুলিল্লাহ)

আমাদের দেশের কতিপয় লেখকের কলমে শুধু ইসলামের সর্বনাশ ছাড়া আর কিছুই ফুটে উঠে না। লেখনি সেই রনাঙ্গনে কলম একমাত্র সৈনিক। মনে রাখবে এই কলমের মাধ্যমেই আল্লাহ সোবাহানুহু ওয়া তায়ালা তোমাকে শিক্ষা দান করেছে। সুতরাং Don't miss use it.

বিষয়: বিবিধ

১১১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File