সাদা গোলাপ
লিখেছেন লিখেছেন সাময়ীক ১১ সেপ্টেম্বর, ২০১৩, ০২:৩৩:১৫ রাত
একদা একটি পাখি একটি সাদা গোলাপের প্রেমে পড়ে। সে তাকে মনে প্রানে ভালবাসে কিন্ত সে বলতে পারে না!
একদিন পাখিটি ঠিক করল সাদা গোলাপ কে তার মনের কথাটা বলবে।
সে অনেক বিনয়ের সাথে তাকে প্রপোজ করলো কিন্ত সাদা গোলাপ তাকে ফিরিয়ে দিল!
তবুও সে হাল ছাড়েনি। সে প্রতিদিন আসতো আর তাকে প্রেম নিবেদন করতো।
সে অনেক দিন পর সাদা গোলাপ তাঁর সাথে কথা বল্লো।
সাদা গোলাপ বল্লো আমি যদি কখনো লাল রঙে ফিরে আসি তবেই তোমাকে ভালবাসবো?
এ কথা শুনে পাখিটি চলে গেলো কিছু দিন পর সে ফিরে আসে একতি ব্লেড নিয়ে অত,পর সে তাঁর ডানা কেটে সাদা গোলাপের উপর ঢেলে দিলো আর অমনি সাদা গোলাপ লাল রঙে ফিরে এলো আর দু জনের একসাথে পথ চলা শুরু হলো।
বিষয়: বিবিধ
১৩৩১ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন