আমাদের বাংলাদেশ
লিখেছেন লিখেছেন সাময়ীক ১০ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:৪৯:০৩ রাত
ক্রম বরধ্মান চাহিদা অনুযায়ী বাঙ্গালদেশ আজো গড়ে উঠেনি আমাদের কাঙ্খিত বাঙ্গলাদেশ হিসেবে। স্বধীনতার পর আমাদের আর ভিয়েতনামের অবস্থা ছিলো প্রায় এক রকম। রপ্তানি মুলক খাত ছিল দু দেশের ই সমান কিন্ত আজ আমরা কোথায় আর তারা কোথায়। এর ছেয়ে আরো অবাক কান্ড আরব আমিরাত। আমরা যেমন ১৯৭১ এর ডিসেম্বরে স্বাধীনতা পাই ঠিক তারাও স্বাধীনতা পায় ১৯৭১ সালে শুধু বিজয়ের ব্যবধান মাত্র ১৪ দিন,তারা আজ পৃথিবীর তৃতীয় ধনী আর আমরা? শ্রীলংকার মত দেশ যেখানে উচ্চ শিক্ষা পর্যন্ত সব ধরনের শিক্ষা উপকরন ফ্রী সেখানে আমরা ভর্তি বানিজ্য নিয়ে ব্যস্ত।আমাদের প্রবাসে যত সব সমস্যা তাও বাংলাদেশীদের আমাদের দেখার কোন কেউ নাই সরকার শুধু রাজাকারদের আর বঙ্গবন্ধু নিয়ে ব্যস্ত।আমরা কি সংকট থেকে মুক্তি পাবনা?
বিষয়: বিবিধ
৯৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন