হে আল্লাহ্! তোমার দ্বীনকে বিজয়ী করার যোগ্যতা ও সুযোগ দাও
লিখেছেন লিখেছেন হাশেমি ০৭ সেপ্টেম্বর, ২০১৩, ১২:২২:০৭ রাত
ইসলামী আন্দোলন তার কর্মীকে এমনভাবে গড়ে তোলে-
কর্মীরা ৫-স্টার হোটেলে ঘুমাতে পারে, হাতকে বালিশ বানিয়ে
মাটিতে শুয়েও রাত্রিযাপন করতে পারে; কোন সমস্যা হয় না!
আলহামদুলিল্লাহ্।
এরা এসির বাতাসে সময় কাটাতে জানে,
আবার ফ্যান-বাতাস ছাড়াও
দিনের পর দিন অতিবাহিত করতে পারে।
এরা অনেক বড় খাটে শুয়ে রাত্রিযাপন করতে পারে,
আবার কারাগারে আরাম আয়েশের বিছানাপত্র ছাড়া ১৪/১৬ অথবা ২৪ ইঞ্চি
জায়গায়ও ঘুমিয়ে মাসের পর মাস অতিক্রম করছে!!
আলহামদুলিল্লাহ্।
এরা প্রতিদিন ৩ বেলা সহ ৫/৭ বার খাওয়া দাওয়ার সাথে সম্পর্ক
রাখতে জানে, আবার প্রয়োজন হলে ২/১ বেলা না খেয়েও
সময় কাটাতে পারে!!! আলহামদুলিল্লাহ্।
এদের পরাজিত করা, ধ্বংস করা কিংবা থামিয়ে দেয়া
এত সহজ নয়; সম্ভব নয়। ইনশাআল্লাহ্।
হে আল্লাহ্!
তোমার গোলামদের সাহায্য কর।
তোমার দ্বীনকে বিজয়ী করার যোগ্যতা ও সুযোগ দাও।
আমাদের মাঝে হিম্মত, ধৈর্য, জ্ঞান ও বুদ্ধিমত্তা বাড়িয়ে দাও।
আমীন।।
বিষয়: বিবিধ
১০০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন