ফেলানী,
লিখেছেন লিখেছেন হাশেমি ০৭ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:০০:৫২ সকাল
আমরা দুঃখিত। তোমার হত্যার বিচার আমরা পাইনি। আমরা যখন তোমার হত্যার বিচারের দাবিতে অনলাইন, রাজপথে চিল্লাচ্ছিলাম, আমাদের দায়িত্বশীল পররাষ্ট্রমন্ত্রী তখন 'লাসভেগাসে' প্রমোদবিহারে ব্যাস্ত ছিলেন। ফেলানী, তুমিতো একা নও। তোমার মত এরকম অসংখ্য ফেলানীকে প্রতিদিন জানোয়াররা সীমান্তে হত্যা করছে। আমাদের সরকার তার দাদাবাবুদের সন্তুষ্ট করতে প্রতিদিন এমন অসংখ্য ফেলানীকে উত্সর্গ করছে!
ফেলানী, বোন আমার, একদিন কিন্তু সবাইকে তুমি যেখানে আছো সেখানে আসতে হবে। আমরা মুসলমানরা বিশ্বাস করি একদিন সর্বশ্রেষ্ঠ বিচারক এসব কিছুর বিচার করবেন। আমরা নিশ্চিত সেদিন কিন্তু আমরা ন্যায়বিচার পাবো। দোহাই লাগে বোন আমার, সেদিন কিন্তু তুমি তাদের একটাকেও ক্ষমা করোনা।
ইতি
অসহায়, লজ্জিত বাংলাদেশের জনগণ।
বিষয়: বিবিধ
১০৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন