সিবিএফ চট্টগ্রাম’র মাসিক মিট টুগেদার
লিখেছেন লিখেছেন সিবিএফ- চট্টগ্রাম ০১ মে, ২০১৪, ০৮:৪৭:৪৮ সকাল
তিনজন প্রবাসী ব্লগার ও একজন ঢাকার ব্লগার যার বাড়ি চট্টগ্রামে এমন কয়েকজন নতুন মুখ নিয়ে হয়ে গেল চট্টগ্রাম সিবিএফ’র মাসিক মিট টুগেদার।
দুবা্ই প্রবাসী দু’জন ব্লগার চকবাজার আসতে চাইলে ফেবুর সিক্রেট গ্রুপে একটি পোষ্ট দেয়া হয় । সেখানে বলা হয় মাগরিবের নামাজ চট্টগ্রাম কলেজ মসজিদ পড়তে। একে একে প্রায় ১০জন ব্লগার এসে হাজির। সবাই মিলে প্যারেড মাঠের চারপাশে একটি ম্যারাথন ওয়াক করা হল । হাটতে হাটতে ফখরুল ভাই’র ভাজা সীমের বীচি বেশ আয়েশ করে খেল সবাই ।
চক্কর শেষ করে কোথাও বসতে চাইলে আহবায়ক সাহেব কোথায় যেন মোবাইলে কথা বললেন। তারপর সবাইকে নিয়ে আরেক জায়গায় নিয়ে গেলেন । সেখানে দেখা গেল সিনিয়র প্রবাসী ব্লগার মোহাম্মদ লোকমানকে ।
মেহমানদারী, আপ্যায়ন এর ফাকে ফাকে আলোচনা বেশ জমে উঠেছিল। দেশের সমসাময়িক বিষয়, সিবিএফ, ব্লগ ও ব্লগার ছিল আলোচনার বিষয়।
সুন্দর একটি সন্ধ্যা পার করে কখন জানি রাত ৯টা বেজে গেল । অত:পর সবাই বিদায় নিয়ে যার যার গন্তব্যে চলে গেল ।
উপরের ছবিতে যাদেরকে দেখা যাচ্ছে, রিদওয়ান কবির সবুজ, মোহাম্মদ লোকমান, শরীফ মিরাজ, সিটিজিঃবিডি/মোহাম্মদ জামাল উদ্দীন, এ.আর.বাহাদুর (বাহার), কামাল উদ্দীন, সৈয়দ সালাউদ্দীন মাহমুদ ও ফখরুল ইসলাম । আরো কয়েকজন প্যারেড চক্কর শেষে বিদায় নিয়েছিলেন।
বিষয়: বিবিধ
১৯৮৪ বার পঠিত, ৭৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি কবে আপনাদের সাথে বসে গল্প করতে পারব?
---
দেখি কী করা যায়
তাই আলাদা পরিচয়ের প্রয়োজন কি?
ঢাকার বন্ধুদের বলছি-আসুন না, আমরাও মাঝে মাঝে এমন মিট টুগেদারে অংশ নিই!!
আসলে সকলের আন্তরিকতাই সলফ হওয়া সম্ভব । যেখানে সিক্রেট গ্রুপের একটি ষ্ট্যাটাস দেখে ব্লগাররা একজায়গায় জড়ো হয় সেখানে অবশ্যই আন্তরিকতার কোন ঘাঠতি থাকার কথা নয় ।
মন্তব্য করতে লগইন করুন