সিবিএফ চট্টগ্রামের কমিটি গঠন ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানের উপর একটি ছবি ব্লগ
লিখেছেন লিখেছেন সিবিএফ- চট্টগ্রাম ১৫ নভেম্বর, ২০১৩, ০২:২৫:২৪ দুপুর
১লা নভেম্বর ২০১৩ইং শুক্রবার, দিনটি কমিউনিটি ব্লগারস ফোরাম চট্টগ্রামের জন্য একটি বিশেষ স্মরণীয় দিন ।
একজন জনপ্রিয় প্রবাসী ব্লগারের দেশে আগমণ উপলক্ষে ঐ ব্লগারেরই সৌজন্যে এবারের অনুষ্ঠানের ভেন্যু নির্ধারিত হয় ।
শুক্রবার সকালবেলা চকবাজার এলাকা থেকে সিবিএফ সদস্যরা যাত্রা শুরু করে
বিকালে সাগর পাড়ে সিবিএফ সদস্যরা...
যাত্রা হল শুরু, সিবিএফ’র একজন সদস্যের সকালে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা থাকায় যাত্রা পথে ব্লগার আকতার হোসাইন রাসেলকে তুলে নেয়া হল । তাছাড়া পথিমধ্যে গাড়ীতে উঠলেন ব্লগার মামুন সিদ্দিক, ব্লগার রিদওয়ান কবির সবুজ, আরিফুর রশীদ প্রমুখ ।
২.
গাড়ী থেকে নেমে এগিয়ে যাচ্ছে সবাই হোস্টের বাসার দিকে ।
৩.
টাঙ্গানো হচ্ছে অনুষ্ঠানের ব্যানার
৪.
অত:পর শরবত পর্ব
৫.
অনুষ্ঠানে পরিচয় পর্ব
৬.
চলছে জুমার নামাজের প্রস্তুতি
৭.
পথের ধারে মেটো ফুলের দৃশ্য ক্যামেরাবন্ধি করেন ব্লগার আকতার হোসাইন রাসেল
৮.
জুমার পর লাঞ্চ পর্ব
৯.
আব্বুর কোলে উমামা, পাশে উমামার দাদুভাই
১০.
ক্ষিদে পর্যাপ্ত না থাকলেও নাকি খেতেই হবে ১১.
সবাই যেন মনোযোগী দর্শক
১২.
সভাপতির ব্রিফিং
১৩.
কমিটি ঘোষণা করছেন প্রধান অতিথি প্রবাসী সিনিয়র ব্লগার মোহাম্মদ লোকমান
ঘোষিত কমিটি পরবর্তিতে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয় :
►► http://www.goodnewsbd.com/2013/11/07/6659.php
►► http://www.newsevent24.com/2013/11/07/%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%89%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B8-%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%B8/
►► http://www.bdbreaking24.com/view.php?id=5337
এছাড়া সিবিএফ চট্টগ্রামের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, কলামিষ্ট ও রাজনীতিবিদ মেজর জেনারেল (অব) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম বীর প্রতিক। সিবিএফ চট্টগ্রাম কমিঠিকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন, গ্লোবাল মানবাধিকার কমিশন, সিতাকুন্ড থানা, সাতকানিয়া পৌরসভার ‘দুইনং ওয়ার্ড ডিজিটাল ফ্যানক্লাব’ ও চট্টগ্রাম মানবকল্যাণ ফাউন্ডেশনসহ দেশ বিদেশের বিভিন্ন ব্লগার ও সামাজিক সংগঠন।
১৪.
পায়েস-চা না খেলে নাকি বের হতে দিবে না উমামা
১৫.
১২১জন জনপ্রিয় ব্লগারের সেরা লিখা নিয়ে বই স্বপ্ন দিয়ে বোনা গ্রহণ করছেন জনপ্রিয় ব্লগার ও কবি, ব্লগার বাকপ্রবাস এর সম্মানীত আব্বা ।
মেজবানের মেহমানদারীর কোন কমতি ছিল না । উনাদের বাসায় একে একে দুটি দূর্ঘঠণা হলেও মেহমানদেরকে তা বুঝতে দেননি ।
সিবিএফ এর পক্ষ থেকে প্রিয় ভাই বাকপ্রবাসের পরিবারের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ।
অনুষ্ঠানের প্রথম পর্ব এখানে শেষ করে এবার সবাই হাটা দিল অল্পদুরেই বঙ্গোপসাগরের তীরের দিকে ।
১৬.
১৭.
সিবিএফ সদস্যরা ছবির পোজ দিতে এত ওস্তাদ তা আগে জানা ছিলনা, যেন একএকজন মডেল, আসলেই এক এক জন মডেল বটে...
সিবিএফ সদস্যরা সাগরপাড়ে এভাবে অন্ধকারে হারিয়ে যাচ্ছে কেন ?
পরিশেষে চা-চক্র অত:পর বিদায়....
অপেক্ষার পালা আবার কখন একত্রিত হয়ে এভাবে একদিনের জন্য ঘুরতে বের হওয়া ।
বিষয়: বিবিধ
২০৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন