রসুলের জীবন বনাম আজকের সভ্য সমাজ।
লিখেছেন লিখেছেন শেষ বিকেলের ১৫ জানুয়ারি, ২০১৪, ০৭:২৬:১১ সকাল
গতকাল ছিল ঈদে মিলাদুন্নবী। এ নিয়ে ব্লগে দোয়া-দরুদ-সালাম, রসূলের মহিমা কৃর্তন, কথামালার ফুলঝুড়ি এবং সর্বপরি রসুলের জীবন আদর্শ ধারন করার অবিরাম বাসনা লক্ষ্য করা গেছে। কেউ কেউ আাবার চোখের জলে কি-বোর্ড ভিজিয়েছেন। এসব নিয়ে আমার কোন আপত্যি নেই, গুরুভক্তি যার যেমন। তবে রসুলে জীবন আদর্শ সমাজের প্রতি পদে কায়েমের বিষয়ে আমার জোড়ালো আপত্যি রয়েছে ;
আপত্যি নং ১ : শেষ বয়সে ব্যাক্তি জীবনে রসুল অবিরাম বিয়ে শাদি করেছেন। নতুন প্রজন্মের আজকের ছেলেরাও কি তাই করবে?
আপত্যি নং ২ : রসুল ক্রীতদাসীদের সাথে লিভ-টুগেদার করেছেন। আজকের যুবকরা কি রসুল কতৃক স্বিকৃত, বৈধ ক্রীতদাস প্রথা আবার সমাজে ফিরিয়ে এনে দাসীদের সাথে লিভ-টুগেদার করতে পারবে?
আপত্যি নং ৩ : রসুল নিজে যুদ্ধবন্ধি নারী(করায়ত্ব নারী) ভোগ করেছেন এবং তার সাথী, সঙ্গি, সাহাবীদের যুদ্ধবন্ধি নারী ধর্ষনের অনুমতি দিয়েছেন। আজকের মুসলিম যোদ্ধারা কি সেই কাজটি করতে পারবে?
আপত্যি নং ৪ : রসুল অমুসলিমদের হত্যা করার নির্দ্দেশ জারি করেছেন। তিনি বলেছেন ; কলেমা কায়েম না হওয়া পর্যন্ত কাফের নিধন অব্যহত থাকবে। এই সময়ে আমরা কি ভারত, চীন, আমেরিকায় লাদেন স্টাইলের জেহাদ ঘোষণা করতে পার কি?
আপত্যি নং ৫ : রসুল নারী সমাজকে গৃহ অভ্যন্তরে থেকে স্বামীর আসবাবপত্রের দেখভাল করার নির্দ্দেশ দিয়েছেন এবং জ্ঞান অর্জন নিষিদ্ধ করেছেন। মেয়েদের স্কুল বন্ধ করে রসুলের নির্দ্দেশ কায়েম করা যাবে কিনা?
বিষয়: বিবিধ
১৪২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন