কসাই মোল্লার শেষ মুহুত্বের ছটফট, গোংরানি।
লিখেছেন লিখেছেন শেষ বিকেলের ১৪ ডিসেম্বর, ২০১৩, ০৭:৩২:৪০ সকাল
এ ছবিটি বাঁশের কেল্লা থেকে নেয়া। একটু খেয়াল করুন ; ছবি দেখে কারো বুঝতে অসুবিধা হবে না যে কসাই মোল্লার মৃত্যুটি ছিল ভিষম যন্ত্রনা দায়ক। নাক-মূখ দিয়ে গলগলিয়ে পরা কালো রক্তে মুখমন্ডল এখনো বিনর্ন, কুৎশিত, কদাকার, বিকৃত এবং কালো । শয়তানের শেষ পরিনীতি যা হয়।
আলহামদুলিল্লাহ, আল্লাহ এই কসাইকে ভাল মতই পাকড়াও করেছেন। কসাই মোল্লা যখন ফাঁসির চিকন রশিতে ছটফট করছিল- মীরপুরের মুক্তিযোদ্ধা পল্লব, আলোকদী গ্রামের ৩৪০ নিরাপরাধ বাঙালি এবং ধর্ষিতা ডাঃ মেহেরুনন্নেসার শহিদী আত্মা বেহেস্ত থেকে নেমে এসে অট্টহাসি দিয়ে তা অবলকন করেছেন।
একেই বলে আল্লাহ মাইর দুনিয়ার বাইর।
বিষয়: বিবিধ
২৫৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন