বন্ধ করা হোক কোরবানীর নামে পশু সম্পদ ধ্বংসের প্রতিযোগিতা।

লিখেছেন লিখেছেন সত্য বচন ১১ অক্টোবর, ২০১৩, ০৩:৩৬:১৯ রাত



মাত্র ৫৪ হাজার বর্গমাইলে ১৬ কোটি মানুষ। সম্পদ যৎসামান্য যা আছে তাতে নূন আনতে পান্থা ফুরায় অবস্থা।

বিশেষজ্ঞদের মতে ২০২৫ এর আগেই বাংলাদেশের একমাত্র খনিজ সম্পদ গ্যাস ফুরিয়ে যাবে। বিকল্প জ্বালানি কয়লা ব্যাবহারের সুযোগ নেই, পরিবেশ বিষাক্ত কার্বন মনোক্সাইডে ঢেকে যাবে। নদীতে মাছ নেই, অতি সামান্য, চাহিদার তুলনায় অপ্রত্যুল। এ দেশে কৃষক মানে মাঠ-মুজুর। আবাদযোগ্য জমি নেই, গোলায় ধান নেই, নেই হালের বলদ। শিশু খাদ্যে ভেজাল, দুধ নেই।

এই তো বাস্তব চিত্র। অথচ এই দেশেই প্রতি বছর কোরবানীর নামে লক্ষ লক্ষ পশুসম্পদ ধ্বংসের প্রতিযোগিতায় মেতে উঠে এক শ্রেনীর মানুষ। এর মানে খুজতে হবে এ মুহুত্বে। সবার শুভবুদ্ধির উদয় হোক। ধন্যবাদ।

বিষয়: বিবিধ

১৮৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File