কস্তুরীর গন্ধবিলাস
লিখেছেন লিখেছেন ক্যাকটাস হিমু ১২ সেপ্টেম্বর, ২০১৩, ১২:৪৩:০৭ রাত
গভীর ভালবাসার রক্তক্ষরণ হচ্ছে ,
মৃত্যু ঘিরেছে তণু কায় মন ।
তোর ছলনার ফসল ফলিয়াছে মাঠে ,
মিটিয়েছিলে পূর্ণতা সারাক্ষণ ।
অলীক অসার প্রণয়ে ভাসিয়েছো অকূলে,
আমি রুরোদ্যমান কালকূটে পুড়ি ,
তুমি কস্তুরীর গন্ধবিলাস
ইচ্ছে মত চালিয়েছো ছুরি ।
বিষয়: বিবিধ
৯৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন