রোবটিক প্রেম ( Last Part)
লিখেছেন লিখেছেন ক্যাকটাস হিমু ০৯ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:৪০:০৪ রাত
পৃথিবীতে “রিহাম”রা বেচেঁ থাকবে হয়তো অনন্
কাল…। আর নিশু’রা বিধাতার
কাছে যেয়ে কৌফত দিবে “কেন
ভালবেসেছিলে?”
কয়েক বছর
পরে সী’বীচে বেরাতে গিয়ে রিহামের
সাথে দেখা হয় শাহীনের। শাহীন
একটা পাথরের উপরে বসে রিহামের
উচ্ছ্বলতা দেখছে। নতুন বয়
ফ্রেন্ডকে নিয়ে বেরাতে আসছে রিহাম। এক
পায়ে কলংকের নুপূর পড়ে সাগরের পবিত্র
জলকে কলুষিত করছে। সাগরের জল হয়তো শক্ত
অভিমান করেছে... কলংকিত পা’না ছুঁয়ে ভীষণ
রাগে আছড়ে পরছে চারদিকে।
জানিয়ে দিচ্ছে নষ্ট ভালবাসা দেখাতে আমার
কূলে আসবে না কখোনো আর।
পাখি গুলো হয়তো কানাকানি করে জানিয়ে দিচ্
নিকৃষ্ট ভালবাসার খবর। হয়তো অন্যান্য
প্রাণি গুলো নাক ছিটকে দূরে সরে যাচ্ছে,
কারো চোখে না পড়লেও হয়তো নিশুর
আত্ত্বা দেখছে নির্জনে, নিভৃত্যে। সঙ্গীর হাত
ধরে দখিনা হাওয়ায় এলোকেশে সন্ধ্যার
আধাঁরে বনোহাঁসের মত নীড়ে ফিরেযায় রিহাম।
হয়তো আবারও কোন সুখের সন্ধানে হাত
ধরেছে কারো, কিংবা ঐ
দু’পা ওয়ালা প্রাণিটা নিজেই ধরা দিয়েছে,
সপেছে নিজের সর্বস্ব। কিছু দিন
পরে হয়তো দেখা যাবে অন্য
কারো সাথে এসেছে রিহাম। এবার
হয়তো হিজাবে ঢাকবে তার অবয়ব। শাহীন
পাথরের উপরে বসে ভাবতে ভাবতে সাগরের হুহু
গর্জনের ডাকে চোখের মদিরায় অস্তমিত
সূর্যকে বিদায় জানায়।
বিষয়: বিবিধ
১০২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন