রোবটিক প্রেম (Part-2)

লিখেছেন লিখেছেন ক্যাকটাস হিমু ০৪ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:০২:২৮ সকাল

বিধাতার নিকৃষ্ট জীব নিশু। সবাই কান্না-

কাটির পরে, আত্ত্বীয় স্বজন দেখার

পরে জানাজা বিহীন নিকৃষ্ট

প্রানীকে কবরে রেখে আসলেন। এদিখে নিশুর

আম্মু অজ্ঞান । একমাত্র

সন্তানকে অকালে হারিয়ে নিজেও মৃত্যুর স্বাদ

নিতে ব্যাস্ত। সবাই তাকে বুঝাচ্ছে...

তিনি বারবার মূর্ছা যাচ্ছেন।

পাশে দাঁড়িয়ে নিশ্চুপ শাহীন পৃথিবীর

নাটকের

যবনিকা পতনের দৃশ্য দেখছে। আর গড় গড়

করে চোখের জল ঝরাচ্ছে। একমাত্র সাক্ষী ও

নিশ্চুপ দর্শক শাহীন আজ

নিজেকে অপরাদী মনে করছে। আজ তার

মনে পড়ছে নিশু- রিহামের উপাখ্যান।

ফেসবুকে একদিন ফ্রেন্ড রিকুয়েষ্ট

আসে রিহামের। নিউ প্রোফাইল দেখে নিশু

একচেপ্ট করে নেয়। কিছুদিন পরে চ্যাট

করতে করেত নাম্বার আদান প্রদান হল। যদিও

রিহাম নিশুকে প্রথমে বিশ্বাস

করতে না পেরে অন্য একটা নাম্বার

দিয়ে প্রথমে কিছু দিন বিশ্বস্ততা যাচাই

করে,

তারপর রিহাম আসল নাম্বার দিতে বাধ্য হল।

সেই থেকে শুরু। নিশুকে প্রতি দিন সকালে ঘুম

ভাঙ্গিয়ে নামাজ পড়ায়, খাওয়া-দাওয়া-

নাওয়া সকল আদ্যোপান্ত খবর নেয়া শুরু হল

উভয়ের। তখনও ভালবাসার

কথাটি বলা হয়নি কারো। রিহাম

মেয়েটি দেখতে যেমন সুন্দর, পড়া লেখায়

তেমনি ভাল, নামাজ-কোরান পড়া ফরহেজগার

একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে । কিন্তু

চাপা স্বভাবের ছিল,

নিজেকে গুটিয়ে রাখতে পারত, কখনো আবেগ

প্রবণ হত না মেয়েটি। যা বলত তাই করত।

পাশে থেকে কান্না কাটি করেও তার ভেতরের

মানুষকে নাড়ানো যেতনা। এত শক্ত

মেয়ে প্রেমে পড়বে এটা আগে জানা ছিল না।

অন্যদিকে সম্পূর্ণ বিপরীত স্বভাবের ছিল নিশু।

রিহামকে ফেসবুকে পেয়ে যেন আকাশের চাদঁ

হাতে পেয়েছে। সারাক্ষণ ফেসবুকে পড়ে থাকত

নিশু। কখন জানি রিহাম অন লাইন আসে, কখন

জানি হাই, হ্যালো বলে... ইস

যদি দেরী হয়ে যায় উত্তর দিতে! তাই সারক্ষণ

মোবাইল হাতে বসে থাকত। পড়ার ভান

করে বসে কিংবা ঘুমিয়ে বই

মুখে দিয়ে কিংবা হাঠাঁর মধ্যেও

চ্যাটে ব্যাস্ত থাকত নিশু। সেই থেকে ঘনিষ্ট

বন্ধু শাহীনকেও সময় দিত না। বন্ধুর

সংখ্যা কমিয়ে দিতে থাকল। প্রথম যেদিন

ফেসবুকে প্রেমের অফার পাটায় তখন তার

বাস্তব চেহারা দেখে শাহীন বলেই ফেলল

“দোস্ত ইংলিশ চ্যানেল ফাঁড়ি দিসস নাকি ?”

কিন্তু অভিমানী রিহামের উত্তর পেতে ১৫

দিন সময় লেগেছিল । সেটা ছিল এক আনন্দের

মুহুর্ত ।

continue......

বিষয়: বিবিধ

৯৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File