বিদ্যুতের চাইতে প্রকৃতির মূল্য অনেক বেশী , প্রকৃতি বাচলে দেশ বাচবে আর দেশ বাচলে মানুষ আর মানুষ বাচলে তবেই বিদ্যুতের প্রয়োজন হবে ।
লিখেছেন লিখেছেন লুঙ্গি পাগলা ৩০ সেপ্টেম্বর, ২০১৩, ০১:২৮:০৬ রাত
সাল ২০৫০ পৃথিবীর
তৃতীয় বৃহত্তর
মরুভুমি যমুনা উপর
উদাস্ত শিবিরে লাখ
লাখ মানুষের কান্নার
আওয়াজ ভেসে আসছে ।
খাবার বিশুদ্ধ পানির
অভাবে ইতিমধ্যে কয়েক
হাজার মানুষের প্রান
হানী ঘটেছে । সরকার
থেকে ত্রান বিতরন
করা সম্ভব হচ্ছে না ।
এদিকে আন্তরজাতীক
মিডিয়াতেও খবরটাও
প্রকাশ
করতে দেয়া হচ্ছেনা কারন
দেশের মান সম্মান
বলে কথা ।
এদিকে বাংলাদেশের
রাজধানীতে তিব্র
বিদ্যুত্ সংকটের
কারনে শাহবাগে অবস্থান
নিয়েছে দেশের সচেতন
নাগরীক সমাজ । কারন
গত বছর জলচ্ছাসের
কারনে পুরোপুরি ধংশ
হয়েছে দেশের
সর্বোবৃহত্ বিদ্যুত্
কেন্দ্র রামপাল
কয়লা বিদ্যুত্ কেন্দ্র ।
যার ফলে পুরোদেশে চরম
ভাবে লোডশিডিং দেখা দিচ্ছে ।
এদিক
বাংলাদেশকে বিদ্যুত্
কেন্দ্র নির্মানের সময়
বরাদ্দ কৃত অর্থ ফেরত
চাচ্ছে ইন্ডিয়া।
এভাবে চতুমূর্খি সমস্যায়
জর্জরিত সরকার
মুক্তি পাবার আশায়
বিরোধি দলের
সাথে সংলাপে বসার
সিদ্ধাতে উপনিত হয় ।
আবশেষে অনেক
জল্পনা কল্পনার
আবশান ঘটিয়ে ১৫
আগস্ট সংলাপে বসে দুই
দল । সব
কটি মিডিয়া থেকে একযোগে প্রচার
করা হচ্ছে এ সংলাপ ।
হঠাত্ একটি আওয়াজ
তারপর আর টিভির
পর্দায় কিছুই
ভেসে আসলো না । তার
পর দিন দেশ বিদেশের
সকল প্রত্রিকার
প্রধান নিউজ "
আওতায়ীদেয়
বোমা হামলায় কবর
রচনা হলো বাংলাদেশের
তিন শীর্ষ রাজনৈতিক
দলের ।"
উপরের ঘটনাগুলো হয়ত
কাল্পনিক কিন্তু
রামপালে বিদ্যুত্
কেন্দ্র স্থাপন
হলে এরকম
অবস্থা হবে আমাদের
প্রিয় মাতৃভূমির ।
কাজেই সোচ্চার হন
প্রিয়
মাতৃভূমিকে বাচাতে এগিয়ে আসুন
।সবাই আওয়াজ তুলুন
"বিদ্যুতের
চাইতে প্রকৃতির মূল্য
অনেক বেশী ,
প্রকৃতি বাচলে দেশ
বাচবে আর দেশ
বাচলে মানুষ আর মানুষ
বাচলে তবেই বিদ্যুতের
প্রয়োজন হবে ।"
বিষয়: বিবিধ
১১৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন