সমবায় সমিতিতে ঋণ প্রদান পদ্ধতি / প্রক্রিয়া
লিখেছেন লিখেছেন নবীউল এর ব্লগ ১১ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:২৯:০৩ দুপুর
সমবায় সমিতিতে ঋণ প্রদান পদ্ধতি / প্রক্রিয়াঃ
[ সমবায় সমিতি আইন , ২০০১ ( সংশোধিত ২০০২ ও ২০১৩ ) এবং সমবায় সমিতি বিধিমালা , ২০০৪ এর আলোকে ]
মাল্টিপারপাস (multipurpose) বা বহুমুখী সমবায় সমিতিতে বা অন্য যে কোন সমবায় সমিতিতে ঋণ (loan) প্রদানের পদ্ধতিঃ
১ । যাকে ঋণ দেওয়া হবে তিনি যেন সমিতির সদস্য (member) হন ।
২ । অসদস্য (non-member) কাউকে ঋণ দেওয়া যাবে না ।
৩ । যত টাকা ঋণ নিবেন তত টাকার ৪০ (চল্লিশ) ভাগের এক ভাগ টাকার শেয়ার মূলধন (share capital) সমিতিতে ঐ ঋণ গ্রহণেচ্ছু ব্যক্তির থাকতে হবে । উদাহরণস্বরূপ , কেউ যদি ৩০,০০০ টাকা লোন নিতে চান তবে সমিতিতে তার নামে অন্ততঃপক্ষে ৭৫০ টাকার (৩০,০০০ কে ৪০ দিয়ে ভাগ করলে ৭৫০ টাকা হয়) শেয়ার থাকতে হবে । একটি শেয়ারের মূল্য ১০০ টাকা হলে তাকে সাড়ে সাতটি শেয়ার কিনতে হবে । যেহেতু শেয়ার ভেঙ্গে বা টুকরো করে বিক্রি করার সুযোগ নেই তাই তাকে অন্ততঃ আটটি শেয়ার কিনতে হবে ।
৪ । সদস্য তালিকা বহি বা মেম্বার রেজিস্টারে তার নাম থাকতে হবে ।
৫ । শেয়ার রেজিস্টারে তার নাম থাকতে হবে এবং কত টাকার শেয়ার তার নামে রয়েছে তা উক্ত শেয়ার রেজিস্টারে উল্লেখ থাকবে ।
৬ । লোন গ্রহণকারীর নিকট থেকে উপযুক্ত পরিমাণ জামানত রাখতে হবে । কি পরিমাণ ঋণের জন্য কি ধরণের জামানত গ্রহণযোগ্য হবে ব্যবস্থাপনা কমিটি উহা সভা করে ঠিক করবেন (কমিটির সভায়) ।
৭ । ব্যবস্থাপনা কমিটি ঋণ প্রদানের জন্য ফরম (loan form) তৈরি করে রাখবেন ।
৮ । ফরমে ঋণ গ্রহণকারীর বার্ষিক আয় ও বার্ষিক ব্যয় , তার সম্পত্তি ও দেনার পরিমাণ , ঋণ গ্রহণের উদ্দেশ্য উল্লেখ খাকবে । কত কিস্তিতে এবং প্রতি কিস্তি কত টাকা করে লোন পরিশোধ করতে হবে তাও ফরমে উল্লেখ থাকবে ।
৯ । কিস্তির পরিমাণ যেন ঋণ গ্রহণকারী ব্যক্তির বার্ষিক আয়ের উদ্বৃত্ত অর্থের অতিরিক্ত না হয় ।
১০ । ঋণের কিস্তি আদায়কারী কোন কর্মচারীকে কিস্তি আদায়ের কোন ভাতা বা কমিশন বা ফি দেওয়া যাবে না ।
১১ । যে উদ্দেশ্যে ঋণ দেওয়া হয়েছে সে উদ্দেশ্যে উহা ব্যবহার করা হচ্ছে কি না , ব্যবস্থাপনা কমিটিকে উহার মনিটরিং/পর্যবেক্ষণ করতে হবে । ঋণ গ্রহণের উদ্দেশ্য অনুযায়ী উহা ব্যবহার করা না হলে ব্যবস্থাপনা কমিটি ঋণের অর্থ উহা পরিশোধ করবার মেয়াদ শেষ হবার পূর্বেই লিখিতভাবে ফেরত চাইতে পারবে ।
১২ । একজন সাধারণ সদস্যকে ঋণ পাবার জন্য যে সব শর্ত পূরণ করতে হয় , ব্যবস্থাপনা কমিটির কোন সদস্য যদি ঋণ নিতে চান , তাকেও অনুরূপ শর্ত পূরণ করে ঋণ নিতে হবে । ব্যবস্থাপনা কমিটির সদস্য হবার কারণে তিনি অতিরিক্ত সুবিধা পাবেন না ।
১৩ । যিনি ঋণ নিতে চাচ্ছেন তার উক্ত ঋণ পরিশোধ করার সামর্থ্য রয়েছে কি না ব্যবস্থাপনা কমিটিকে উহা অবশ্যই বিবেচনা করতে হবে ।
১৪ । বার্ষিক শতকরা কত টাকা হারে ঋণের জন্য সুদ নেওয়া যাবে সে ব্যাপারে সরকারী নিয়মনীতি বিশেষ করে সমবায় অধিদপ্তরের নিবন্ধক / মহা পরিচালক মহোদয় কর্তৃক জারীকৃত লেটেস্ট সার্কুলার অনুসরণ করতে হবে ।
১৫ । নিবন্ধক, সমবায় অধিদপ্তর মহোদয় কর্তৃক জারীকৃত ১৭/০৪/২০১৩ খ্রিঃ তারিথের ১৮৩ নং সার্কুলারের প্রেক্ষিতে প্রদেয় ঋণ বা বিনিয়োগের উপর বার্ষিক সর্বোচ্চ ৩০% হারে সার্ভিস চার্জ আরোপ করা যাবে ।
১৪. ঋণ সংক্রান্ত তথ্য Loan Register এ সংরক্ষণ করতে হবে ।
সমবায় আইন , বিধি , উপআইন ও পরিপত্র অনুসরণ করে চলুন , সমবায় আন্দোলনকে জরা ও রাহুর হাত থেকে রক্ষা করুন ।
ধন্যবাদান্তে,
মোঃ নবীউল ইসলাম
উপজেলা সমবায় অফিসার ।
বিষয়: বিবিধ
৪২০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন