সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ এর প্রথম অধ্যায় ( বিধি ১ হতে বিধি ৩ )

লিখেছেন লিখেছেন নবীউল এর ব্লগ ০৫ সেপ্টেম্বর, ২০১৩, ০২:৪৮:৪২ দুপুর

প্রথম অধ্যায়

সুচনা

১।সংক্ষিপ্ত শিরোনাম।- এই বিধিমালা সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ নামে অভিহিত হইবে।

২। সংজ্ঞা।- (১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী না হইলে, এই বিধিমালা-

(ক) “আইন” অর্থ সমবায় সমিতি আইন, ২০০১ (২০০১ সনের ৪৭ নং আইন);

(খ) ‘‘ ঋণকৃত মূলধন ” অর্থ কোন সমবায় সমিতি কর্তৃক গৃহীত ঋণ, অগ্রিম ও অন্যান্যভাবে গৃহীত জমার সমষ্টি;

(গ) ‘‘ কার্যকরী মূলধন ” অর্থ কোন সমবায় সমিতি কর্তৃক কোন সমবায বৎসরে উক্ত সমিতির কার্যক্রম পরিচালনার

জন্য ব্যবহৃত ঋণকৃত মূলধন, নিজস¦ এবং অনুদান সমন¦য়ে গঠিত মোট মূলধন; মূলধন

(ঘ) ‘‘ ফরম ” অর্থ এই বিধিমালার ফরম;

(ঙ) ‘‘ নিজস¦ মূলধন ” অর্থ কোন সমবা.য সমিতির মোট পরিশোধিত শেয়ার মূলধন, পুঞ্জিভূত সংরক্ষিত তহবিল ও সমিতির মুনাফা হইতে সৃষ্ট অন্য কোন তহবিলের সমষ্টি;

(চ) ‘‘ নির্বাহী কর্মকর্তা ” অর্থ কোন সমবায় সমিতির প্রধান নির্বাহী কর্মকর্তা, চীফ এক্সিকিউটিভ অফিসার, এক্সিকিউটিভ অফিসার, ম্যানেজিং ডাইরেক্টর, জেনারেল ম্যানেজার, সম্পাদক বা সচিব, যে নামেই অভিহিত ইউন না কেন;

(ছ) ‘‘ উৎসাহ ভাতা ” সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ যাহারা ব্যবস্থাপনা কমিটির সভায় নিয়মিত

উপস্থিত থাকিবেন তাহাদের উৎসাহ প্রদানের জন্য প্রদত্ত ভাতা;

৩। সমবায় সমিতির প্রকারভেদ(১)ঃ পেশাভিত্তিতে নিম্নরূপ বিভিন্ন প্রকৃতির সমবায় সমিতি গঠন করা যাইবে, যথাঃ

(১) “কৃষি বা কৃষক সমবায় সমিতি” যাহার সদস্যগণ মূলত: কৃষক বা বর্গাচাষী হইবেন এবং যাহার উদ্দেশ্য হইবে কৃষকদের আর্থ-

সামাজিক অবস্থার উন্নয়ন, তবে কৃষি কাজে নিয়োজিত শ্রমিকগণ অন্তর্ভূক্ত হইবেন না;

(২) “মৎস্যজীবী বা মৎস্যচাষী সমবায় সমিতি” যাহার সদস্যগণ মৎস্যজীবী বা মৎস্যচাষী হইবেন এবং যাহার উদ্দেশ্য হইতেছে

মৎস্যজীবী বা মৎস্যচাষীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ;

(৩) “শ্রমজীবী সমবায় সমিতি” যাহার সদস্যগণ শ্রমজীবী হইবেন এবং যাহার উদ্দেশ্য হইবে শ্রমজীবীদের আর্থ-সামাজিক অবস্থার

উন্নয়ন ;

(৪) “মৃৎশিল্পী সমবায় সমিতি”, যাহার সদস্যগণ মৃৎশিল্পী হইবেন এবং সমিতির উদ্দেশ্য হইবে মৃৎশিল্পীদের আর্থ-সামাজিক অবস্থার

উন্নয়ন ;

(৫) “তাঁতী সমবায় সমিতি”, যাহার সদস্যগণ তাঁতী হইবেন এবং যাহার উদ্দেশ্য হইবে তাঁতীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ;

(৬) “ভূমিহীন সমবায় সমিতি”, যাহার সদস্যগণের সর্বোচ্চ জমির পরিমান হইবে ৪০ শতক এবং যাহার উদ্দেশ্য হইবে ভূমিহীনদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ;

(৭) “বিত্তহীন সমবায় সমিতি”, যাহার সদস্যগণের জীবিকা একমাত্র কায়িক পারিশ্রমের উপর নির্ভরশীল এবং যাহার উদ্দেশ্য হইবে

বিত্তহীনদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা;

(৮) “মহিলা সমবায় সমিতি”, যাহার সদস্যগণ হইবে মহিলা এবং সমিতির উদ্দেশ্য হইবে মহিলাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ;

(৯) “অটোরিক্সা, অটোটে¤েপা, টেক্সিক্যাব,মটর, ট্রাক, ট্যাঙ্ক-লরি চালক সমবায় সমিতি” যাহার সদস্যগণ স্ব স্ব ক্ষেত্রে পেশাদার

লাইসেন্সধারী চালক এবং যাহার উদ্দেশ্য হইবে চালকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা ;

(১০) “হকার্স সমবায় সমিতি”, যাহার সদস্যগণ হকার এবং যাহার উদ্দেশ্য হইবে হকারদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা ;

(১১) “পরিবহন মালিক বা শ্রমিক সমবায় সমিতি” যাহার সদস্যগণ পরিবহন ব্যবসায় নিয়োজিত মালিক বা শ্রমিক এবং যাহার উদ্দেশ্য হইবে মালিক বা শ্রমিকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা ;

(১২) “কর্মচারী সমবায় সমিতি”, যাহার সদস্য হইবে কোন প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারী এবং যাহার উদ্দেশ্য হইবে কর্মচারীগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা;

(১৩) “দুগ্ধ সমবায় সমিতি” যাহার উদ্দেশ্য হইবে দুগ্ধ উৎপাদন ও বিক্রয়ের উদ্দেশ্যে গাভী পালন কিংবা গো খামার গড়িয়া তোলা

এবং দুগ্ধ চাষীদের উৎপাদিত দুধের বাজারজাত, উপযুক্ত মুল্য প্রাপ্তিসহ তাহাদের কল্যানে কাজ করা ;

(১৪) “মুক্তিযোদ্ধা সমবায় সমিতি”, বলিতে যাহার সদস্যগণ মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা এবং তাহাদের পরিবারের সদস্য এবং যাহার উদ্দেশ্য হইবে মুক্তিযোদ্ধা ও তাহাদের পরিবারের সদস্যদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করা ;

(১৫) “ যুব সমবায় সমিতি”, যাহার প্রাথমিক উদ্দেশ্য হইল ১৮ হইতে ৩৫ বৎসর বয়সী যুব ও যুব-মহিলাদের প্রশিক্ষণ, স্ব-কর্ম সংস্থান সৃষ্টি ও আর্থ সামাজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে কাজ করা;

(১৬) “ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি”, যাহার উদ্দেশ্য হইল বিভিন্ন পানি সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় কোন

উপ-প্রকল্প অথবা স্কীমের মাধ্যমে এর এলাকাভুক্ত উপকারভোগীদের সমবায় সমিতির সদস্যভূক্ত করিয়া সেবা বা সুবিধা সৃষ্টির মাধ্যমে তাহাদের আর্থ সামাজিক উন্নয়ন ;

(১৭) “ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি”, যাহার মুখ্য উদ্দেশ্য হইল সম্মিলিতভাবে একই সংগঠনের আওতায় গ্রামের সকল পেশা ও শ্রেণিভ’ক্ত মানুষের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের জন্য কাজ করা ;

(১৮) “গৃহায়ণ (হাউজিং) সমবায় সমিতি”, যাহার উদ্দেশ্য হইল উহার সদস্যগণের পরিকল্পিত আবাসনের ব্যবস্থা ও তাহাদের আর্থ-সামাজিক কল্যাণ নিশ্চিত করা ;

(১৯) “ফ্ল্যাট বা এপার্টমেন্ট মালিক সমবায় সমিতি”, যাহার সদস্যগণ কোন ফ্ল্যাট বা এপার্টমেন্টের মালিক এবং এই সমিতির উদ্দেশ্য হইবে ফ্ল্যাট বা এপার্টমেন্টে বসবাসকারীদের আর্থ-সামাজিক কল্যাণ করা ;

(২০) “ দোকান মালিক বা ব্যবসায়ী বা মার্কেট সমবায় সমিতি”, যাহার উদ্দেশ্য হইল উহার সদস্যগণের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা ;

(২১) “ভোগ্যপণ্য সমবায় সমিতি”, যাহার সদস্যগণ বিভিন্ন শ্রেণির ভোক্তা এবং সমিতির উদ্দেশ্য হইবে ভোক্তাগণকে উৎসাহ ও বিভিন্ন সুবিধা প্রদান করা ;

(২২) “ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি”, যাহার প্রাথমিক উদ্দেশ্য হইল নিজস্ব সঞ্চয় বৃদ্ধির মাধ্যমে তহবিল সৃষ্টি করা এবং উহা হইতে সদস্যগণকে ধার প্রদানের ব্যবস্থা করা ;

(২৩) “ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন”, যাহার প্রাথমিক উদ্দেশ্য হইল সদস্যগনের যৌথ সঞ্চয়ের মাধ্যমে সৃষ্ট তহবিল পূনরায় ঋণ ও সেবা প্রদানের মাধ্যমে সদস্যগণের মধ্যে বিনিয়োগ করা ;

(২৪) “ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি”, যাহার মূল উদ্দেশ্য হইল সঞ্চয় ও আমানত সংগ্রহপূর্বক সদস্যগনের মধ্যে বিনিয়োগ করা ;

(২৫) “বহুমূখী সমবায় সমিতি”, অর্থ যাহার প্রাথমিক উদ্দেশ্য হইল ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি ব্যতীত বিধি (৩) এ বর্ণিত

দুই বা ততোধিক উদ্দেশ্যের সমন্বয়ে গঠিত সমবায় সমিতি;

(২৬) কেন্দ্রীয় সমবায় ব্যাংক”, যাহার মূখ্য উদ্দেশ্য হইল উহার সদস্য সমবায় সমিতিকে সহযোগিতা প্রদানের লক্ষ্যে তহবিল সৃষ্টি ও বিনিয়োগ করা এবং সেবা ও প্রশিক্ষণ প্রদান করা;

(২৭) “ উপজেলা বা থানা কেন্দ্রীয় সমবায় সমিতি”, যাহার মূখ্য উদ্দেশ্য হইল কৃষি উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক সমবায় সমিতিসমূহকে ধার প্রদানের জন্য অর্থ সরবরাহ, সেবা ও প্রশিক্ষণ প্রদান;

(২৮) “ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ”, যাহা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন সমূহের শীর্ষ সংগঠন হিসাবে উহাদের কাজের সমন্বয়, সেবা প্রদান ও প্রয়োজনীয় অর্থের যোগান দিবে;

(২৯) “বাংলাদেশ সমবায় ব্যাংক”, যাহার মূল উদ্দেশ্য হইবে সমবায় সমিতিসমূহ ও সমবায় সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানসমূহকে ঋণ প্রদানের জন্য তহবিল গঠণ করা ।”

(২) বিধি (১) এ উল্লিখিত বিভিন্ন প্রকারের সমবায় সমিতি ছাড়াও আইনের উদ্দেশ্য পূরণকল্পে অন্য কোন সমবায় সমিতি, গঠন করা যাইবে।

বিষয়: বিবিধ

৩৭০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File