এ কি বেহাল দশা এই ব্লগ প্ল্যাটফর্মের ?????

লিখেছেন লিখেছেন চিরবিদ্রোহী ০৩ নভেম্বর, ২০১৪, ০৭:৩৮:৫৮ সন্ধ্যা

কিছু বলার আগে ছবিগুলোর দিকে একটু মনোযোগ দিন-











এই হলো অবস্থা। স্ক্রীনশট গুলো আজ সন্ধ্যা ৬.৩০ এর দিকে "সর্বাধিক পঠিত" পাতা থেকে নেওয়া।

"প্রবাসী সোহেল রানার স্ত্রী রিক্তাকে বিয়ে করলেন রেলমন্ত্রী "

হিসাবে সোহেল রানার নাম...

১০৮৯৫ বার পঠিত পোস্টে মন্তব্যের সংখ্যা মাত্র ৮ টি! অনুপাত ১৩৬২ঃ১

"শেখ হাসিনার জেদের রাজনীতি! কয়েক দিনের মধ্যেই জামায়াত নেতা কামরুজ্জমান খুন হতে যাচ্ছেন!"

৩১৮৮ বার পঠিত পোস্টে মন্তব্যের সংখ্যা মাত্র ২২ টি! অনুপাত ১৪৫ঃ১

"আসুন জেনে নেই মীর কাসেম আলী (Mir Quasem Ali) এর বিরুদ্ধে আনিত অভিযোগসমূহের অসঙ্গতিঃ"

২৮৭৯ বার পঠিত পোস্টে মন্তব্যের সংখ্যা মাত্র ১২ টি! অনুপাত ২৪১ঃ১

"স্ত্রী যদি স্বামীর চেয়ে বয়সে বড় হয় তাহলে কোন সমস্যা আছে? "

২৪১৯ বার পঠিত পোস্টে মন্তব্যের সংখ্যা মাত্র ১০ টি! অনুপাত ২৪২ঃ১

"আসুন মোঃ কামারুজ্জামান (Md. Kamaruzzaman) এর বিরুদ্ধে দায়ের করা মামলার এর বিভিন্ন অসঙ্গতি সম্পর্কে জানি।"

১৪৫৯ বার পঠিত পোস্টে মন্তব্যের সংখ্যা মাত্র ৯ টি! অনুপাত ১৬৩ঃ১

একটা বিষয় মনে রাখতে হবে, উপরের মন্তব্যের সংখ্যা কিন্তু মন্তব্য ও প্রতিমন্তব্য সহ গণনা করা হয়েছে। লেখক পাঠকদের মন্তব্যের প্রতিমন্তব্য করলে সেটাও এই সংখ্যার সাথে যুক্ত হয়। সেক্ষেত্রে মূল মন্তব্যের সংখ্যা অর্ধেক, সর্বোচ্চ ২/৩ অংশ হওয়াই উচিত।

এই হলো হাল আমলের অবস্থা। ব্লগে পাঠক নেই একথা বলার কোন উপায় নেই। যে মুহুর্তে লিখছি, সেই মুহুর্তেই ব্লগে উপস্থিতীর সংখ্যাটাও দেখে নেয়া যায়-



তাছাড়াও, পাঠকবিহীন ভাবে ১২০০+ বার পঠিত হওয়াও কি সম্ভব?

তাহলে এতবার পড়ার পরও মন্তব্য নেই কেন? লেখাটিতে আবেদন নেই? সেটা বলা যায় না। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, একটা অ্যাভারেজ মানের লেখা এই ব্লগে ১৫০-৩৫০ বার পঠিত হয়, এর বেশি সাধারণত হয় না। ১২০০ বার যখন পড়া হয়, তখন বুুঝতে হবে পাঠক আকর্ষন আছে বিধায়ই পড়া হয়।

মূল সমস্যাটা তাহলে কোথায়? আমরা কি মন্তব্য করার প্রয়োজনীয়তা বোধ করি না? একজন পাঠক নয়, লেখক হিসেবে চিন্তা করুন- মন্তব্য লেখার জন্য কতটা জরুরী। মন্তব্যের মাধ্যমে আপনি লেখার অণুপ্রেরণা পাবেন, নতুন তথ্যাদি পাবেন; সবচেয়ে বড় কথা লেখক হিসেবে যে ভূল গুলো আপনার চোখে পড়েনি, অথবা যে বিষয়টি আপনি ধ্রুব বলে ধরে নিয়েছেন অথচ তা আদৌ সেরকম নয়, এ সকল বিষয়ে সাহায্য পাওয়া যায় মন্তব্য থেকে। এবার ভাবুন, আপনি অন্যের লেখায় মন্তব্য করেন না, আরেকজনও আপনার লেখায় মন্তব্য করবে না। এমন হলেই লেখার মানের যে ১২টা বাজবে, তা অচিরেই প্রত্যক্ষ ভাবে দেখা যাবে।

আরেকটা বিষয় হতে পারে আমরা সবাই বেশি পন্ডিত হয়ে গেছি। পান্ডিত্যের আধিক্যে আমরা "এই লেখায় আর কি মন্তব্য করবো" টাইপের চিন্তা ভাবনা নিয়ে চলা শুরু করেছি। যদি তাই হয়, আমি মনে করি পান্ডিত্য জাহিরের জন্য পোস্টের চেয়ে মন্তব্যটাই উপযুক্ত স্থান। ভেবে দেখেন.........

অবশ্য এখানে একটা নেতিবাচক ঘটনা ঘটে থাকতে পারে। F5 এর কল্যানে কিছু সময়ের মধ্যেই পড়ার সংখ্যা বাড়িয়ে নেয়া যেতে পারে। কিন্তু ব্লগারদের প্রতি আমার এতটুকু আস্থা আছে যে, তারা সংখ্যাধিক্য দেখানোর লোভে এমন কাপুরুষতা মূলক আচরণের আশ্রয় নিবেন না। যদি একান্তই কেউ নিয়েই থাকেন, তাকে তার বিবেকের হাওয়ালায় ছেড়ে দিলাম।

সবিশেষ যেটা বলতে চাই, সুস্থ্য ও মার্জিত ধারার স্বাধীন লেখা ও চিন্তাধারার বিকাশে এই প্ল্যাটফর্মটা একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। এখান থেকেই হয়তো ভবিষ্যতের নামজাদা কলম সৈনিকের আবির্ভাব হবে। সুতরাং, সেই সব ফুলের আজকের কলিকে বিকাশ হতে সাহায্য করা আমাদের কর্তব্য। বৃহত্তর স্বার্থে এই বিষয়টা সবাইকে গুরুত্বের সাথে ভেবে দেখার অনুরোধ করছি।

বিষয়: বিবিধ

১৬২২ বার পঠিত, ৩৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

280863
০৩ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
লজিকাল ভাইছা লিখেছেন : ভালো লাগলো আপনার লেখাটি।
০৩ নভেম্বর ২০১৪ রাত ০৮:২৩
224509
চিরবিদ্রোহী লিখেছেন : ধন্যবাদ।
জাযাকাল্লাহু খইর।
280870
০৩ নভেম্বর ২০১৪ রাত ০৮:১১
ফখরুল লিখেছেন : সহমত। Thumbs Up Thumbs Up
০৩ নভেম্বর ২০১৪ রাত ০৮:২৩
224510
চিরবিদ্রোহী লিখেছেন : ধন্যবাদ। আমাদের একটু সচেতনতা এই প্ল্যাটফর্মকে নতুন জীবন দিতে পারে।
জাযাকাল্লাহু খইর।
০৩ নভেম্বর ২০১৪ রাত ০৮:২৬
224512
ফখরুল লিখেছেন : বারাকআল্লাহ ফিক
০৩ নভেম্বর ২০১৪ রাত ০৮:২৬
224513
ফখরুল লিখেছেন : বারাকআল্লাহ ফিক
280871
০৩ নভেম্বর ২০১৪ রাত ০৮:১৬
নিরবে লিখেছেন : খুব গুরুত্বপুর্ন কথা ধন্যবাদ
০৩ নভেম্বর ২০১৪ রাত ০৮:২৪
224511
চিরবিদ্রোহী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। বৃহত্তর স্বার্থেই আমাদের উচিত গঠনমূলক মন্তব্য ও সমালোচনার মাধ্যমে লেখার মানকে আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়া।
জাযাকাল্লাহু খইর।
280873
০৩ নভেম্বর ২০১৪ রাত ০৮:৩২
আবু আশফাক লিখেছেন : মন্তব্য-লাইকের কারণেও যেভাবে আজকাল বিশেষ আইনের প্রয়োগ দেখা যাচ্ছে তাতে মন্তব্য করতে হয়তো অনেকেই সাহস পান না। Cheer
০৩ নভেম্বর ২০১৪ রাত ০৯:৩১
224517
চিরবিদ্রোহী লিখেছেন : হুম, খারাপ বলেন নি। কিন্তু এটা তো সব ক্ষেত্রে নয়, তাই না? এমন ভীতি থাকলে, তেমন পোস্টে মন্তব্য না করে অন্যগুলোতে তো করা যেতে পারে।
০৩ নভেম্বর ২০১৪ রাত ১১:২৩
224548
লজিকাল ভাইছা লিখেছেন : আবু আশফাক লিখেছেন : মন্তব্য-লাইকের কারণেও যেভাবে আজকাল বিশেষ আইনের প্রয়োগ দেখা যাচ্ছে তাতে মন্তব্য করতে হয়তো অনেকেই সাহস পান না। আমি উনার সাথে সম্পুরন্য একমত। এটাই প্রধান কারণ। আর ও কিছু কারণ আছে যেমনঃ ১) স্টার ব্লগার দের অনুপস্থিতি । ২) মন্তব্য করলে প্রতি মন্তব্য না পাওয়া। ৩) বিশ্লেষণ ধর্মী মন্তব্য না দিয়ে , ধন্যবাদ, ভালোলাগলো, ইত্যাদি টাইপ এর মন্তব্য , যার উপর আসলে আর কোন প্রতি মন্তব্য করা দুষ্কর।
280875
০৩ নভেম্বর ২০১৪ রাত ০৮:৩৮
সালাম আজাদী লিখেছেন : মাঝে মাঝে দেখতাম এক লক্ষের উপর পাঠ করা হয়েছে। তখন বুঝতাম কিছুটা আছে এখানে
০৩ নভেম্বর ২০১৪ রাত ০৯:৩২
224518
চিরবিদ্রোহী লিখেছেন : বলতে দ্বীধা নেই, কিছু লোক অবশ্যই অন্যায় পথ গ্রহন করেছিলেন, কিন্তু তাদের সংখ্যা নিতান্তই কম বরে আমার ধারণা।
280888
০৩ নভেম্বর ২০১৪ রাত ০৯:৪১
আফরা লিখেছেন : মন্তব্য করতে কষ্ট লাগে ।
০৩ নভেম্বর ২০১৪ রাত ১০:২৭
224538
চিরবিদ্রোহী লিখেছেন : আসলেই বোধ হয় তাই Yawn Yawn Yawn
280890
০৩ নভেম্বর ২০১৪ রাত ০৯:৪৭
তৃতীয় চোখ লিখেছেন : আমি এই ব্লগের একজন নতুন ব্লগার । ব্লগিং জগতে আমি একেবারেই নতুন । এখানের সকলেই আমার চেয়ে বয়সেও বড় । আপনার প্রত্যকেই আমার কাছে েনতুন কিছু শেখার মাধ্যম
০৩ নভেম্বর ২০১৪ রাত ১০:২৮
224539
চিরবিদ্রোহী লিখেছেন : ভাই, বড় যে শুধু বছর পার করলেই হয় না, প্রকৃত বড়ত্ব ঈমান, মেধা আর চরিত্রে। আশা করি আপনি সৃজনশীল ও চিত্তাকর্ষক লেখায় আমাদের সবাইকে ছাড়িয়ে যাবেন, ইনশাআল্লাহ।
280908
০৩ নভেম্বর ২০১৪ রাত ১০:৩০
নোমান২৯ লিখেছেন : পাঠকদের হাইব্রিড ফলন At Wits' End At Wits' End;Winking ;Winking!ব্লগারদের আকাল Time Out Time Out!ধন্যবাদ| Rose Rose Good Luck Good Luck
০৩ নভেম্বর ২০১৪ রাত ১০:৩৫
224542
চিরবিদ্রোহী লিখেছেন : Winking) Winking) Winking) Winking)
280913
০৩ নভেম্বর ২০১৪ রাত ১০:৪৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ব্লগে কিছু কিছু ফ্রড ব্লগার আছে যারা মনে করে যে বেশী পঠিত মানেই হলো তার লেখা অনেক মানসম্মত। যদিও কিছু কিছু ভালো লেখা এই ব্লগের ফেসবুক পেজে শেয়ার করতে দেখেছি। তবে যেসব লেখা এতবার পঠিত হয়েছে সেসব লেখা ততবার পড়ার মত নয়। খুব ভালো একটা বিষয় তুলে ধরেছেন তবে আমাদের ব্লগারদের এসব দেখে বিভ্রান্ত না হওয়াই উচিত। কারণ আমরা জানি কোনটা মানসম্মত আর কোনটা খ্যাত।
০৪ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৭
224711
চিরবিদ্রোহী লিখেছেন : F5 মার্কা পঠিত সংখ্যা বাড়ালেই বা কি! এতে কি খ্যাতি এসে যাবে? একমাত্র বোকারাই এই পথ বেছে নিতে পারে।
লক্ষ্যনীয় যে , উপরের পোস্টগুলোর মধ্যে একটি বিশেষ চিন্তাধারার সমার্থক পোস্টে কিছুটা হলেও মন্তব্য আছে, অন্যগুলোর মধ্যে তা নেই। কিন্তু ওখানে অন্তত ১টা লেখা আসলেই মানসম্মত বলে আমার মনে হয়।
১০
280916
০৩ নভেম্বর ২০১৪ রাত ১০:৫২
মোস্তফা সোহলে লিখেছেন : মন্তব্য করতে হলে ভাবতে হয় মানুষের এত ভাববার সময় কোথায়?
০৪ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৭
224712
চিরবিদ্রোহী লিখেছেন : :Thinking :Thinking :Thinking Waiting Waiting Waiting Waiting Waiting Waiting
১১
280982
০৪ নভেম্বর ২০১৪ রাত ০৪:৩৮
কাহাফ লিখেছেন :
আপনার সুন্দর আহবানের সাথে একমত পোষণ করছি।
প্রথম দিকে নাবুঝেই আমিও কয়েক বার এমন করেছিলাম! উপলব্ধিতা এসেছে আমারও! প্রকৃত জানার নিয়তে নিজের অধিক পঠন ও মন্তব্য করা অবশ্যই জরুরী!প্রেরণ আসে এতে লেখকদের!
লেখকদেরও উচিত পাঠক কোন মন্তব্য করলে প্রতিমন্তব্যে তাকেও উৎসাহিত করা। অনেক লেখক নিজে সহজে অন্যের লেখায় তো মন্তব্য করেন না,তার লেখা কৃত মন্তব্যের প্রতিমন্তব্যও এড়িয়ে যান।
ব্লগের পাঠক-লেখক সবাই কে একটু অনুধাবন করার আর্জি জানাচ্ছি!!
Thumbs Up Thumbs Up Thumbs Up
০৪ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৯
224713
চিরবিদ্রোহী লিখেছেন : কষ্ট করে পড়ার ও উপলব্ধি করার জন্য শুকরিয়া। জাযাকাল্লাহু খইর।
১২
281008
০৪ নভেম্বর ২০১৪ সকাল ০৬:৪২
রাইয়ান লিখেছেন : এই যে একটা লেখা হাজার হাজার বার পড়া হয়, এখানে মনে হয় কোনো টেকনিক্যাল সমস্যা থাকতে পারে। মডুরা এ ব্যাপারে পদক্ষেপ নিতে পারেন। আর মন্তব্যের ব্যাপারে .... কেউ কেউ আছেন , সুখ দু:খ , হাসি আনন্দ , বেদনা কষ্ট সব ধরনের লেখাই উনাদের ভালো লাগে আর একটা রেডি মন্তব্য ' ভালো লেগেছে , ধন্যবাদ ' করেই শীর্ষ মন্তব্যকারী বনে যান ! এই ধরনের মন্তব্যের চেয়ে মন্তব্য না করাটাই ভালো বলে মনে করি।
০৪ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪১
224715
চিরবিদ্রোহী লিখেছেন : টেকনিক্যাল সমস্যা নয়, বরং কিছু চাতুর্য কাজ করে। এটা মডারেট করা আসলেই কঠিন।
হ্যা, রেডিমেড মন্তব্যগুলোকে আসলেই এড়ানোর সময় এসেছে। তারপরও মনে করি, নাই মামার চেয়ে কানা মামা তো ভালো।
১৩
281019
০৪ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৪৪
ইমরান ভাই লিখেছেন : কোথায় যেন শুনেছিলাম "ব্লগ বড় রহস্যময়" কথাটা আসলেই সত্য।
০৪ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪১
224716
চিরবিদ্রোহী লিখেছেন : :Thinking :Thinking :Thinking Yawn Yawn Yawn
১৪
281097
০৪ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৯
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো আপনার লেখাটি। আমি মনে করি সর্বাধিক পঠিত অপশনটি বাতিল করা দরকার।
০৪ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৩
224718
চিরবিদ্রোহী লিখেছেন : এটাও ভালো প্রস্তাব। এর চেয়ে বড় রেটিং সিস্টেমটা দ্রুত চালু করলে যে কোন লেখার মান ও পাঠক আবেদন আরো ফুটে উঠবে।
১৫
281145
০৪ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:১৮
হতভাগা লিখেছেন : এমন না যে পঠিতদের সবাই পড়েছে । পোস্টে ঢুকলেই তা পঠিত বলে গন্য হয়ে যায় তা এক লাইন পড়ুক বা পুরোটাই পড়ুক আর নাই পড়ুক।

তবে সব ব্লগারকে যেমন মন্তব্যের ব্যাপারে আগ্রহী হতে হবে তেমনি পোস্টদাতাকেও বিশাল সাইজের পোস্ট বা কপি্পেস্ট পোস্ট না করে ছোট ছোট করে পারলে পর্ব আকারে ( খুব স্বল্প বিরতিতে) পোস্ট দিলে ভাল হয় ।

পোস্ট গুলোতে বেশী প্যারা রাখা উচিত , না হলে লেখা ঘিন্জি ঘিন্জি লাগে ।
০৪ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
224773
চিরবিদ্রোহী লিখেছেন : আরে দাদা, এত দিন পর..........পুলকিত না হয়ে পারলাম না। স্বাগতম Good Luck Rose Good Luck
যে কথাগুলো বলেছেন সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ। তবে একটা জিনিস খেয়াল করলেই টের পাবেন, পুরোনো রথি মহারথিরা মোটামুটি নিশ্চুপই হয়ে গেছে, আর এটাই টোটাল পরিস্থিতিতে একটা বিশাল প্রভাব বিস্তার করছে।
১৬
281178
০৪ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
চিরবিদ্রোহী লিখেছেন : আরে দাদা, এত দিন পর..........পুলকিত না হয়ে পারলাম না। স্বাগতম Good Luck Rose Good Luck
যে কথাগুলো বলেছেন সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ। তবে একটা জিনিস খেয়াল করলেই টের পাবেন, পুরোনো রথি মহারথিরা মোটামুটি নিশ্চুপই হয়ে গেছে, আর এটাই টোটাল পরিস্থিতিতে একটা বিশাল প্রভাব বিস্তার করছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File