দুটি ছবি, একটি সংবাদ : অতঃপর আপনাদের বহুমুল্য মন্তব্যের প্রত্যাশা

লিখেছেন লিখেছেন চিরবিদ্রোহী ১৪ আগস্ট, ২০১৪, ০৫:৩৯:৩৩ বিকাল

ফটু ১:



ফটু ২:



আওয়ামী লীগের আমলে বিশেষ করে বঙ্গবন্ধুর আমলেই ইসলামের চর্চা সবচেয়ে বেশী হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোট’ আয়োজিত শোক দিবস উপলক্ষে হাজার বার কুরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

এইচ টি ইমাম বলেন, “বঙ্গবন্ধু বায়তুল মোকাররামে ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছেন। এছাড়া ইসলামিক বোর্ড গঠন করেছিলেন।তার আমলে বাংলাদেশে ইসলামের ব্যাপক প্রচার হয়েছে।”

তিনি বলেন, “বঙ্গবন্ধুই বাংলাদেশের স্বপ্নদ্রোষ্টা। তিনি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং তার নেতৃত্বেই স্বাধীনতার পর বাংলাদেশ গঠিত হয়েছিল।”

অন্যান্য ইসলামী দলগুলোর মতো না হয়ে ‘গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোটের’ নৈরাজ্য পরিহার করা। আর ইসলাম প্রচারে এ রকম একটি শান্তিকামী সংগঠন গড়ে তোলার জন্য তাদের ধন্যবাদ জানান এইচ টি ইমাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মাসউদুর রহমান বিক্রমপুরী


আমি :



Thinking? Thinking? Thinking? I Don't Want To See I Don't Want To See I Don't Want To See Not Listening Not Listening Not Listening Nail Biting Nail Biting Nail Biting Give Up Give Up Give Up

অতঃপর আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায়.........



বিষয়: বিবিধ

১৯৩৮ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

254244
১৪ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বাংলাদেশ স্বাধীনতা জন্য শেখ মুজিবের অবদান অবশ্যই মানতে হবে, কিন্তু ইসলামের জন্য কি করেছেন তা অবশ্যই দেশের মানুষের অজানা নয়!

আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ নামকরণের পেছনেও শেখ মুজিবের অবদান ছিল অবশ্যই....!

যে মানুষটি নিজ দলের নামের ভিতরে মুসলিম শব্দটি হজম করতে পারেনি সেই মানুষটি..... ইসলামের জন্য কি অবদান রাখবে?

কিছু মাজার পুজারী ভন্ডরা অবদান খূঁজতে গিয়ে নিজেদেরকে ভন্ড হিসেবে পরিছয় করিয়ে দিচ্ছে।
১৪ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৭
198120
চিরবিদ্রোহী লিখেছেন : ৭১-এর আগের শেখ মুজিব আর ৭১-এর পরের শেখ মুজিবকে মেলানো কখনোই ঠিক হবে না। যে ব্যক্তি একসময় দেশের জন্য কিছু করার স্পৃহা নিয়ে ময়দানে এসেছিলো পরবর্তী সময়ে সেই হয়ে উঠেছিলো ক্ষমতালোভী, নির্দয়, জালেম ও স্বৈরাচারের ভূমিকায়।

তবে আমার বিশ্বাস, শেখ মুজিব না থাকলেও আমরা স্বাধীনতা পেতাম ।
254246
১৪ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫৮
১৪ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৮
198121
চিরবিদ্রোহী লিখেছেন : "একটানেতে আমির-ওমার, দুইটানেতে রাজা"
হ্যাঁ ভাই, এর নামই গাঁজা।
254252
১৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
কথার_খই লিখেছেন : হাজার বার কোরআন খতম" অনুষ্ঠানে হাসানুল হক ইনুর নামটা দেখে থমকে গেলাম আমি!


ইনু এক প্রকার স্বগোসিত নাস্তিক, এবং ইসলামীক টিভি বন্দ করে দেয়ার পেচনে তার অবদান সবার জানা.....
আর বেশী কিছু বলতে গেলে হয়তো নীতিমালার আক্রমণ আসবে। সবাই একটু ভেবে দেখুন।
১৪ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৯
198122
চিরবিদ্রোহী লিখেছেন : ইনু স্বঘোষিত নাস্তিক, আবার মাইজভান্ডারিদের প্রোগ্রামে গিয়ে টুপি মাথায় ওয়াজ ও করে!!!!

এরা আসলে স্বার্থপরতার অন্যতম উদাহরন।
254266
১৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
198064
চিরবিদ্রোহী লিখেছেন : Liar Liar Yawn Yawn Waiting Waiting কি ভালো লাগলো ভাই!!!! 3:-O 3:-O phbbbbt phbbbbt
254273
১৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০০
কাজি সাকিব লিখেছেন : আমি জ্ঞ্যান হারাবো,মরে যাবো,বাঁচাতে পারবে না কেউ!
১৪ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৫
198118
চিরবিদ্রোহী লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
254313
১৪ আগস্ট ২০১৪ রাত ০৮:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আওয়ামী লীগের আমলে বিশেষ করে বঙ্গবন্ধুর আমলেই ইসলামের চর্চা সবচেয়ে বেশী হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

১০০% ঠিক কথা। কারন যখন মানুষ দেখে তার শেষ সম্বল ইসলাম আর ঈমান টা নিয়াও কাড়াকাড়ি শুরু হয়েছে তখন মানুষ ধর্মকেই আরো বেশি আঁকড়ে ধরে।
১৪ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৯
198123
চিরবিদ্রোহী লিখেছেন : Happy>- Happy>-
254339
১৪ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৩
হতভাগা লিখেছেন : শেখ মুজিবের পূর্ব পুরুষেরা বাঘের পিঠে চড়ে এ দেশে এসেছিলেন ইসলাম প্রচারে ।

জননেত্রী এখন পীর আউলিয়ার লেভেলে চলে গেছেন । আর তার বাবা হিসেবে বঙ্গবন্ধু বড় পীরদের কাতারেরই ।
১৪ আগস্ট ২০১৪ রাত ১০:০১
198124
চিরবিদ্রোহী লিখেছেন : সন্দেহ নেই, এই বিশ্বাসের উপর ভর করেই ইফার ডিজি শামীম আপজাল "খলিফাতুল মুসলিমিন বঙ্গবন্ধু" বইটি লিখেছে।

১৪ আগস্ট ২০১৪ রাত ১১:০২
198132
মনসুর আহামেদ লিখেছেন : @হতভাগা, শেখ মুজিবের হাত ছিল , শামসুল হক কে হত্যার পিছনে ।
254361
১৪ আগস্ট ২০১৪ রাত ১১:৩৯
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : আরে ভাই, আপনারা এসব কি শুরু করলেন।
রাজনীতি থেকে ধর্মকে দূরে রাখা আর ধর্ম নিয়ে ব্যবসা করা তো এক জিনিস নয়, বুঝেন না ক্যান
১৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
198356
চিরবিদ্রোহী লিখেছেন : মোহনদাস গান্ধীর একটা মন্তব্য কোট করতে চাই, "যারা ধর্ম ও রাজনীিতিকে পৃথক করে ভাবে, তারা না ধর্ম বোঝে আর না রাজনীতি।"
যারা রাজনীতি ও ধর্মকে পৃথক করে রাখতে চায়, তাদের হয়তো নাস্তিক হতে হবে, অথবা ধর্ম ব্যবসায়ী হতে হবে। আমাদের দেশে যেহেতু ৮৫% মুসলমান তাই নাস্তিক্য ঠিকমতো চালাতে না পারলেও ওনারা ধর্ম ব্যবসা ঠিকই চালিয়ে যাচ্ছেন।
১৫ আগস্ট ২০১৪ রাত ০৯:৩১
198417
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : সহমত।
254365
১৫ আগস্ট ২০১৪ রাত ১২:০০
আফরা লিখেছেন : ফেরিওয়ালা ভাইয়া যা বলেছে আমার কথাও তাই ।
১৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
198357
চিরবিদ্রোহী লিখেছেন : মোহনদাস গান্ধীর একটা মন্তব্য কোট করতে চাই, "যারা ধর্ম ও রাজনীিতিকে পৃথক করে ভাবে, তারা না ধর্ম বোঝে আর না রাজনীতি।"
যারা রাজনীতি ও ধর্মকে পৃথক করে রাখতে চায়, তাদের হয়তো নাস্তিক হতে হবে, অথবা ধর্ম ব্যবসায়ী হতে হবে। আমাদের দেশে যেহেতু ৮৫% মুসলমান তাই নাস্তিক্য ঠিকমতো চালাতে না পারলেও ওনারা ধর্ম ব্যবসা ঠিকই চালিয়ে যাচ্ছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File