আমরা কি এতটুকু করতে পারি?
লিখেছেন লিখেছেন চিরবিদ্রোহী ১২ জুলাই, ২০১৪, ১১:৫৬:৫৬ রাত
ফিলিস্তিনে চলছে হিংস্র ইসরাইলি আক্রমন। শিশু, নারী সহ হাজারো নিরিহ মানুষ মরছে নির্বিচারে।
এ নিয়ে অনেক লেখা লেখি হচ্ছে। অনেকেই আর্ত মুসলিম ভাই-বোনদের জন্য তাদের আবেগ ফুটিয়ে তুলছে। এর মাধ্যমে অন্তত কিছুক্ষনের জন্য হলেও আমাদের সবার মনে অস্ফুট স্বরে নিজের অজান্তেই নিষ্পাপ মানুষগুলোর জন্য একটু হলেও দুআ করা হচ্ছে।
আমি একটু ভিন্ন করে ভাবছি, সে বিষয়টি সবার সাথে ভাগ করতে চাইছি ও সকলের পরামর্শ চাইছি।
ফিলিস্তিনে চলমান ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন দল ও প্রতিষ্ঠানের ব্যানারে বেশ কিছু কার্যক্রম হচ্ছে এবং আগামীতেও হবে। আমি চিন্তা করছি, আমরা যারা ঢাকায় থাকি, যারা এই ব্লগে নিয়মিত আসা-যাওয়া করি, তারা কি পারি সকলে একটি নির্দিষ্ট দিনে শাহবাগ বা প্রেসক্লাবের সামনে কোন দল বা প্রতিষ্টানের বাহিরে সচেতন মুসলমান বা এ ধরনের কোন নামে একটা মানব বন্ধনের আয়োজন করতে? আমরা সেখানে ব্যানার, ফেস্টুন নিয়ে দাঁড়াবো এবং সেই ফেস্টুন/ব্যানারে ফিলিস্তিনের বর্তমান অবস্থার ভয়াবহতা, ফিলিস্তনের মানুষগুলোর প্রতি আমাদের সহমর্মিতা ব্যক্ত করবো, পাশাপাশি ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো। আমাদের কার্যক্রমে কোন ভাষন বা লেকচার হবে না, শুধু শেষে সম্মিলিত দুআ করা হবে। সম্ভব হলে গায়েবানা জানাযা আদায় করবো। অংশগ্রহনকারীরা নির্দিষ্ট সময়ে নিজ দায়িত্বে সবান্ধবে উপস্থিত হবেন এবং সম্ভব হলে নিজ খরচে ফেস্টুন ইত্যাদি সাথে নিয়ে আসবেন। এখানে কোন দল বা প্রতিষ্ঠানের উর্দ্ধে আমরা শুধু মাত্র মুসলিম পরিচয়ে এসে দাঁড়াবো। আর আমাদের
রাসূল (সাঃ) ইরশাদ করেছেন- "তোমাদের মধ্যে যখন কেউ কোন অন্যায় হতে দেখ, তখন হাত দিয়ে তার প্রতিবাদ করো। সম্ভব না হলে জবাব দিয়ে প্রতিবাদ করো। আর তাও যদি না পারো তাহলে মনে মনে ধারনা করো 'এটা মন্দ'। আর এটাই দূর্বল ঈমানের পরিচয়।" আমরা কি দূর্বল ঈমানের পরিচয়টা দিতে পারি না?
এই উদ্যোগটি নেয়া সম্ভব কিনা সে বিষয়ে সকলের পরামর্শ চাইছি। পাশাপাশি কেউ যদি এই উদ্যোগ পরিচালনার দায়িত্ব নিতে চান, সে বিষয়ে তাকে আমার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি।
শাহাবাগীরা যদি দুনিয়ার স্বার্থের জন্য নিমিশে এতগুলো মানুষকে অনলাইনের মাধ্যমে জড়ো করতে পারে (হোক না তা ছল-চাতুরি ও মিথ্যাচারের আশ্রয় নিয়েই), আমরা কি পারি না আল্লাহর ওয়াস্তে আমাদের মুসলমান ভাই-বোনদের প্রতি সহমর্মিতা জানিয়ে এতটুকু করতে?
সকলের সুচিন্তিত মতামত ও পরামর্শ কামনা করছি।
বিষয়: বিবিধ
১২৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন