আমার কৈফিয়ত ও ক্ষমা প্রার্থনা

লিখেছেন লিখেছেন চিরবিদ্রোহী ০৮ জুলাই, ২০১৪, ০১:৩১:১৭ দুপুর

টুডে ব্লগের অন্যতম জনপ্রিয় ও সিনিয়র ব্লগার ভিশু ভাই এবারের রমাদ্বান উপলক্ষ্যে মাসব্যপি কুরআন হাদিস ও ইসলামী আলোচনারর এক অসাধারণ সিডিউল দিয়েছিলেন। সিডিউল অনুযায়ী সকলেই নিজ নিজ নির্ধারিত বিষয় অনুযায়ী সময়মতো লেখা দিচ্ছেন। এই সিডিউলে আমার নামও লিস্টেড ছিলো- ৪ই রমাদ্বান, আমার আলোচ্য বিষয় ছিলো সূরা লাহাব

দূখঃজনক হলেও, রমাদ্বান শুরুর আগের দিন থেকেই হঠাৎ করেই পেশাগত জীবনে প্রচুর পরিমানে ব্যস্ত হয়ে যাই। কাজের তাগিদে ঢাকার বাহিরে চলে আসতে হয়েছে। ফলে, আজ ৯ই রমাদ্বান হয়ে গেলেও আমার নির্ধারিত লেখাটি আমি দিতে পারিনি। মোবাইলে এত বড় লেখা দেয়া সম্ভব না, আবার আমি যেখানে আছি সেখানে মডেম নেটওয়ার্ক পায় না। সব মিলিয়ে এক অদ্ভুদ অবস্থায় রয়েছি।

খুব ইচ্ছা ছিলো, সকলের সাথে আমিও রমাদ্বানের এই মুবারাক আলোচনায় অংম নিবো। অনেক চেষ্টা করেও পেরে উঠলাম না। এজন্য সবার কাছে, বিশেষত ভিশু ভাইয়ের কাছে ক্ষমা প্রার্থনা করছি।

তবে আমার এই লেখাটি ইনশাআল্লাহ আগামী ২/৩ দিনের মধ্যে প্রকাশ করবো। সবার দুআর জন্য আবেদন করছি।

বিষয়: বিবিধ

১১১৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

242841
০৮ জুলাই ২০১৪ দুপুর ০১:৫৮
রাইয়ান লিখেছেন : আপনার জন্য দোয়া রইলো , আল্লাহ যেন আপনার জন্য সবকিছু সহজ করে দেন। Praying আর লেখাটি পড়ার অপেক্ষায় থাকলাম !
242844
০৮ জুলাই ২০১৪ দুপুর ০২:০৩
মোহাম্মদ লোকমান লিখেছেন : ইনশা আল্লাহ্! দেরীতে হলেও আপনার লেখা পড়তে পারব। আপনার আন্তরিকতার জন্য অনেক ধন্যবাদ।
242999
০৮ জুলাই ২০১৪ রাত ১১:০২
ভিশু লিখেছেন : ছি, ছিঃ...Tongue ভাইয়া, এভাবে লজ্জা দিচ্ছেন কেন? I Don't Want To See যে কারো অমন হতেই পারে! আপনি আপনার সুবিধামতো সময়ে পোস্ট দিবেন, ইনশাআল্লাহ... Praying Love Struck Good Luck Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File