ডিজিটাল বাংলাদেশ!!!
লিখেছেন লিখেছেন আরাপপুর ২৪ আগস্ট, ২০১৩, ১১:২৮:৩৮ রাত
দেশে থাকতে খুব বিবিসি সিএনএন দেখতাম। এখন বাংলা চ্যানেল দেখি বেশির ভাগ সময়। সেদিন রাতে চ্যানেল আই এর তৃতীয় মাত্রা দেখছিলাম। এক সরকারী ও বিরোধীদলীয় এম পি'র মধ্যে বিতর্ক। বিতর্ক না বলে কু তর্ক বলাই মনে হয় ভাল। তবুও দেখছিলাম।
শেষ পর্যায়ে এসে এক সময় সরকারী এম পি এ ধরনের একটা কথা বললেনঃ 'দেশের সব উপজেলায় কম্পিউটর চলে গেছে - দেশ ডিজিটাল হয়ে গেছে।' এত বড় এক মানুষের মূখে এ কি কথা - দেশ ডিজিটাল হয়ে গেছে !!!
কম্পিউটর থাকা আর ডিজিটাল হওয়া কি এক? মাননীয় এম পি মনে হয় এ ব্যাপারে খুব কমই জানেন। কি করলে ডিজিটাল হয় তা একটু দেখা যাকঃ
-- সেদিন গাড়ী চালাতে চালাতে পথ হারিয়ে ফেললাম। এক সময় আমি একটা টার্ন নিতে বাধ্য হলাম যা নেয়া উচিৎ নয়। পুলিশ ছিল না আশে পাশে। আমাকে কেউ থামতেও বলে নাই। তবুও - ২/৩ দিন পরে ট্রাফিক বিভাগ থেকে চিঠি এল - যার ভাষা এরূপঃ
--- আপনি এই দিন এত টার সময় এই খানে একটা বেআইনি টার্ন নিয়েছিলেন। তাই ৬৫ পাউন্ড জরিমানা করা হলো। ১৪ দিনের ভিতর যদি পে না করেন তাহলে ১৩০ পাউন্ড দিতে হবে। আর আপনি যদি ঐ টার্নিং এর ছবি দেখতে চান তাহলে এই ঠিকানায় চিঠি লিখুন।
কি ভাবে সম্ভব?? এ দেশের জাতীয় ডাটা বেইজে কে কোন গাড়ী চালায় তা এন্ট্রি করা থাকে। আর রাস্তায় রাস্তায় থাকে ক্যামেরা যা গাড়ীর নম্বর প্লেট পড়তে পারে। সেই ডাটাবেইজ থেকে নাম ঠিকানা নিয়ে জরিমানা পত্র দেয়া হয়। জরিমানা দিতে কেউ বাধ্য করবে না, তবে না দিলে সে কোথায় কোন চাকরি বা ব্যাবসা করার ক্লীয়ারেন্স পাবে না।
এ ভাবেই কম্পিউটর সিস্টেম ব্যাবহার করা হয়ে থাকে সর্বত্র।
এটাই বোধ হয় ডিজিটাল সিস্টেম।
শোনা একটা গল্প দিয়ে আমার প্রথম লেখা শেষ করা যাক।
-- গত নির্বাচনে বিজয়ী হওয়ার পর এক সাংবাদিক মাননীয় প্রধান মন্ত্রী কে সাংবাদিক প্রশ্ন করেছিলেন -
সাংঃ 'আপনারা তো ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তো এই 'ডিজিটাল বাংলাদেশ' সম্বন্ধে কিছু বলবেন??
প্রঃমঃ 'সত্যি কথা বলতে কি এ ব্যাপারে আমি নিজেও তেমন কিছু জানি না, তবে এক টা জিনিস জানি - তা হলো জনগন এটা খাইছে ভালো।।
হায়রে বাংলাদেশ!!! হায় ডিজিটাল বাংলাদেশ !!!
বিষয়: রাজনীতি
১০৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন