আসুন না এদের একটু সচেতন করিঃ

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২৪ আগস্ট, ২০১৩, ১১:২৮:০৩ রাত

আসুন না এদের একটু সচেতন করিঃ

ঢাক সিটিকে ২ ভাগে ভাগ করা হয়েছে নাগরিক সুবিধা বাড়ানোর জন্য। আমাদের মাননীয় প্রধান মন্ত্রী খুব গর্ব করে এ কথা বলেছিলেন। টাকা থাকলে ৪ ভাগ করতেন। মনে আছে তো। তো ভাই এই ঢাকা সিটি কর্পোরেশন নাগরিক সুবিধা গুলি কি, বা তারা আমাদের কি সেবা দেয়? আজ পর্যন্ত খুঁজে বা চোখে দেখলাম না।

ওহ না একটা চোখে পড়ে বেশ, আর তা হল ফুট পাতের ড্রেন গুলির পাইপ বা রিং গুলি মাঝে মাঝে তুলে আবার নতুন বসানো এবং তার উপর বাঁকা ইটের টাইলস বসিয়ে প্লাস্টার করা। এই একটি কাজে এদের জুড়ি মেলে ভার। এরা চ্যাম্পিয়ন ট্রফি পাবার যোগ্য।

ঢাকার প্রধান সমস্যা ময়লা বা নোংরা পরিষ্কার করার ব্যাপারে ঢাকা সিটি কর্পোরেশন এর অনীহা দেখি সবচেয়ে বেশি। এই জন্য ৭-৮ টি সিটি কর্পোরেশন এর মধ্যে এরা কেলা( সিনেমায় দেয় না , বাজে অভিনয়,বাজে সিনেমার জন্য) পুরুস্কার পাবে আমি নিশ্চিত। ড্রেনেজ সমস্যার সমাধান এরা করতে পারবেনা আমি নিশ্চিত। এজন্য এটি নিয়ে আলোচনা বৃথা।

তো এই ময়লা পরিষ্কার করা সিটি কর্পোরেশন এর পবিত্র দায়িত্ব হলেও এরা আ ব্যাপারে এতই উদাসীন যে শেষ পর্যন্ত বিভিন্ন এলাকায় বেসরকারি ভাবে গড়ে উঠেছে ময়লা পরিষ্কার সংঘ। যেমন আমাদের বাসাবো এলাকায় এর নাম “ বাসাবো উন্নয়ন প্রকল্প” স্বদেশ উন্নয়ন প্রকল্প, ২৪০/২ মধ্য বাসাবো, ঢাকা-১২১৪। মোবাইল-০১৮১৮৭৮৮৭৪২ । এই সব সংঘের বেশ কিছু সদস্য রয়েছে, যারা প্রতি দিন একটা নির্দিষ্ট সময়ে বাড়ি বাড়ি বা ফ্লাট ফ্লাট গিয়ে আপনাদের আগের দিনের ময়লা বা নোংরা নিয়ে আসে। আর আ জন্য মাসে আপনাদের কাছে এরা ৩০-৪০ টাকা রশিদ দিয়ে টাকা বুঝিয়ে নেয়।

জানিনা তারা মাসে কত টাকা ভাগ পায় বা বেতন হয় ঐ টাকা দিয়ে।

সবচেয়ে শোচনীয় যে বিষয়টা এদের কেও মুখোস বা মাস্ক পরে না ময়লা সংগ্রহ করার সময়। আমি নিজে একবার ওদের ময়লা সংগ্রহ গাড়ির কাছ দিয়ে যাবার সময় এত দুর্গন্ধ পেয়েছিলাম যে ,পরে ওদের রাস্তায় দেখলে এড়িয়ে চলি। এই সংঘে যেমন আছে যুবক, তেমনি আছে শিশু ও নারী, বৃদ্ধও দেখেছি আমি । এই সদস্যরা মুখোস বা মাস্ক না পরার কারণে বিরাট স্বাস্থ্য ঝুঁকির মাঝে আছে বা পড়তে পারে বা পড়ছে। আমরা আমাদের নোংরা দিয়ে ওদের সচেতন ভাবে বিপদের মাঝে ফেলে দিচ্ছি।

তাই আমি ঢাকার সচেতন বন্ধুদের কাছে আবেদন করছি আপনারা যে যে এলাকায় আছেন এই সংঘ গুলির সদস্যদের সচেতন করতে কাজ করতে অনুরোধ করছি। এ ছড়া আপনারা এলাকায় ২৫-৩০ জন সদস্যদের জন্য ২৫-৩০ টা মুখোস বা মাস্ক কিনে বিতরণ করে তাদের এই ব্যাপারে সচেতন করবেন বলে আশা করছি।একটা কাপড়ের মুখোস বা মাস্ক ৫-৭ টাকা দাম।আমি আমার এলাকায় এ ব্যাপারে সংঘের সাথে কথা বলেছি। খুব তাড়াতাড়ি হাতে টাকা আসলেই প্রয়োজনীয় মুখোস বা মাস্ক কিনে ওদের সরবরাহ করব ।

তো খুব সাধারণ একটা কাজ। কিন্তু ওদের সচেতন করতে পারলে বা মুখোশ বা মাস্ক এর ব্যবস্থা করতে পারলে খুব ছোট কাজ করা হবে। অন্যরা ভাবুক না সব বড় কাজ নিয়ে আমরা এই ছোট কাজ নিয়ে ভাবি।

বিষয়: বিবিধ

১৫১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File