ছোটবেলার সেরা ৩৯টি ধারণা ও ১টি বোনাসঃ
লিখেছেন লিখেছেন মরহুম সাদেক ২৫ আগস্ট, ২০১৩, ১১:০৩:৪১ সকাল
ছোটবেলার কিছু ধারণা... যা লালন করে বেড়ে উঠেছিলাম অনেকটা সময়। বয়স বাড়লো... সাথে সাথে ধ্যান ভাংলো। ধ্যান না ভাঙ্গলেই মনে হয় ভাল ছিল। অনেকটা ধারনা অনেকের সাথে মিলে যাবে । ছোট বেলার আর কারো অদ্ভুত কোন ধারনা থাকলে জানাবেন ।
১) সাতার শেখার জন্য পোকায় ধরা আম খেতাম ।
২) পড়া দাত যদি কাক দেখে ফেলে তাইলে দাত গজাবেনা, তাই দাত কলসির নিচে পুতে রাখতাম ।
৩) আমি ছোটকালে মনে করতাম আরেকটু গেলেই আকাশ ছুঁতে পারবো।আকাশ ধরার জন্য একবার আমি ও আমার এক মামাতো ভাই সকাল থেকে দূপুর পর্যন্ত রাস্তায় রাস্তায় হাঠছিলাম!
৪) রাত্তিরবেলা ঘুম পড়লে পরীরা এসে আমাকে তাদের দেশে নিয়ে যাবে। (এই লোভ দেখিয়ে মা আমাকে ঘুম পাড়াতেন)
৫) আকাশে অনেক গুলা পানির কল আছে যেগুলো বৃষ্টির সময় ছাড়া হয়।
৬) পুকুরের পানিতে অনেকক্ষন গোছল করে চোখ লাল হলে আবার পকুরের পানি চোখে লাগাতাম লাল ভাব কমানোর জন্য।
৭) কেউ শুয়ে থাকলে তার উপর দিয়ে ডিঙ্গিয়ে গেলে সে আর বড় হবে না, তাই আবার উলটা করে ডিঙ্গাতে হবে।
৮) জোড়া কলা খেলে জোড়া বউ এর সাথে বিয়ে হবে।
আহারে শৈশব!!
৯) গিরগিটি দেখলে বুকে থুথু দিয়ে কনিষ্ঠা আঙ্গুল মুখে নিয়ে চুষতে হয়, না হলে ওরা দূর থেকেই শরীরের সমস্ত রক্ত শুষে নেবে। তার প্রমাণ হিসেবে ওদের গলা লাল হয়ে যেত। আমরা ওদের ডাকতাম রক্তচোষা।
১০) পানির নিচে থাকে পাতালপুরী। সেখানে যেতে পারলে সেখানে বাস করা মানুষদের সাথে দেখা হবে।
১১) দাঁত ইঁদুরের গর্তে ফেললে ইঁদুরের মত শক্ত দাঁত হয়।
১২) পোকাওয়ালা ফল খাইলে সাতার শিখা যায়!
১৩) টিভি দেখার সময় কেউ মারা গেলে ভাবতাম সত্যি বুঝি তাদের মৃত্যু হয়েছে
১৪) কোনো হাতের আঙুল দিয়া কবর দেখাইলে ৫আঙুলে এক সঙ্গে কামড় দিতে হয়, নইলে মুর্দা রাতের বেলা ঠ্যাং ধরে টেনে নিয়ে যায়।
১৫) ময়ূরের পেখম বইয়ের ভেতর রাখলে সেই পেখম বাচ্চা দেয়।
১৬) ডান হাতের তালু চুলকালে টাকা আসবে!
১৭) ভাত খাওয়ার মাঝেখানে ভিন খেলে কেউ আপনাকে নিয়ে আলোচনা করছে!
১৮) পরিক্কার আগে ডিম খেলে পরিক্কায় ডিম পাওয়া যায়
১৯) পৃথিবীতে দুইটা দেশ আছে বাংলাদেশ আর বিদেশ।
২০) বিয়ে করলে বাচ্চা হয় না করলে হয় না।
২১) সাড়ে বারোটার পর বাজে সাড়ে একটা, সাড়ে একটার পর সাড়ে দুইটা। দেড়টা-আড়াইটা বলে কিছু নাই।
২২) কারো মাথার সাথে যদি নিজের মাথা একটা গুঁতা খায় তাহলে শিং ওঠে, সাথে সাথে আরেকটা গুঁতা খেলে আর ওঠে না।
২৩) কোন ফলের বিচি খেয়ে ফেললে পেটের মধ্যে সেই ফলের গাছ হয়।
২৪) সিনেমার মধ্যে নায়ক নায়িকারা নিজের গলায় গান গায়।
২৫) "আই লাভ ইউ" খুব খারাপ একটা কথা, একেবারে অশ্লীল।
২৬) যে যত ভালো ছাত্র তার রোল তত কম, আর যত খারাপ তত বেশি এইটা কেমন সিস্টেম?
২৭) সিনেমার গানের মধ্যে নায়ক নায়িকা এত তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে কিভাবে? নিশ্চয়ই একটার উপর আরেকটা পরে থাকে,হুট করে উপরেরটা খুলে ফেলে দেয়।
২৮) নিউজপ্রেজেন্টাররা নিশ্চয়ই সংবাদ মুখস্থ করে।
২৯) বাচ্চা দোকান থেকে কিনে আনে...
৩০) এক গালে থাপ্পড় খেলে বিয়া হবেনা, যদিনা আরেক গালে সেরাম আরেকটা রাম থাবড়া না খায়Ĭ
৩১) আমাকে বলা হয়েছিলো, আম্মু নামাজ পড়ছিলো তখন আমি আকাশ থেকে পড়ি। এই জন্য আম্মু যখন নামাজ পড়তো আমি তখন আমার একটা জুনিয়রের জন্য আল্লাহ’র কাছে দোয়া করতাম আর আকাশের দিকে আকুল হয়ে তাকিয়ে থাকতাম। (এইটা আমার এক ফ্রেন্ডের কথা)
৩২) টিভিতে মানুষ টিভির পিছন দিক দিয়া ঢুকে!
৩৩) টিভির ভিতরের মানুষগুলো আমাদের দেখতে পায়। এই চিন্তা করে আমার এক বড় আপু তার ছোটবেলায় সেজেগুজে টিভি দেখতে বসতেন।
৩৪) ছোটোবেলায় একবার রেডিও ভেঙে ভিতরে দেখি ছোট ছোট ক্যাপসুলের মতো অনেকগুলো বস্তু। সেগুলো দেখে আমি বুঝতে পেরেছিলাম যে, আসলে রেডিও বাজার সময় ওগুলোই গান গায়, কথা বলে....
৩৫) বেজোড় ভাতের নলা খাইলে পানিতে পড়ে মরা লাগে !
৩৬) কুকুর-বিড়ালের হাগু পায়ের নিচে পড়ে গেলে পুকুরে সাতটা ডুব দেওয়া লাগে।
৩৭) লাল পিপঁড়া হিন্দু, কাল পিপড়া মুসলমান ৷
৩৮) কাল পিপড়া খেলে সাতাঁর শিখা যায় ৷
৩৯) আমি কৈশোর পর্যন্ত চান্দের দিকে তাকাইলেই সালাম দিতাম।
৪০) বাংলা বই এ বীরশ্রেষ্ঠদের নিয়ে লেখা গল্পের শেষে একটা লাইন থাকতো, ‘ইতিহাসের পাতায় এইসকল বীরদের কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে’। অনেক বড় হওয়া পর্যন্ত ভাবতাম ইতিহাস একটা বই আর সেই বইয়ের অনেক পাতা । যারা ভালো কাজ করে তাদের নাম সেই বইয়ের পাতায় পাতায় স্বর্ণ দিয়া লেখা হয়।
বিষয়: বিবিধ
১৭৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন