চিরদিন অচেনা তুমি

লিখেছেন লিখেছেন মরহুম সাদেক ২২ আগস্ট, ২০১৩, ১২:২৮:১৩ রাত

তুমি চঞ্চল চপলবতি নারী-মিশরের রানী ক্লিওপেট্রা

তুমি হৃদয়ে দোলা দেয়া বীণার সুর-মধুর সুরের অর্কেস্ট্রা

তুমি ফাগুন সকালে পরশ বুলানো–মৃদুমন্দ হিমেল বাতাস

তুমি বহমান নদীর কলকল তান-একাকী মনের অচেনা আকাশ

তুমি বৈশাখী ঝড়ে কাঁদামাখা গায়ে-আম কুড়ুনোর সুখ

তুমি ভিঞ্ছির আঁকা মমতা মাখানো-মোনালিসার সেই মুখ

তুমি সুরের পাখী দোয়েল ময়না-কোকিলের কুহু তান

তুমি সমুদ্র সৈকতে ছুটে আসা মানুষের-উচ্ছল রৌদ্রস্নান

তুমি নজরুল রবীন্দ্রনাথের–চিন্তা ধারা আর কল্পনা

তুমি শিল্পীর তুলির আচড়ের দাগ-কল্পলোকের আলপনা

তুমি রজনীগন্ধা হাসনাহেনার-ছড়িয়ে দেয়া ঘ্রান

তুমি মুচকি হাঁসির যাদুকর-তুমি লাখ প্রেমিকের ধ্যান

তুমি এসেছ কাগজ কলমে-এসেছ কত গবেষনায়

সারা জীবনেও পারিবেনা নর-চিনিতে হে নারী তোমায়

বিষয়: বিবিধ

১২৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File