ইসলাম হিংসার নয় , হেদায়েতের ধর্ম : হাসান মাহমুদ

লিখেছেন লিখেছেন আঃ হাকিম চাকলাদার ০৯ ফেব্রুয়ারি, ২০১৫, ০২:১৮:০৪ রাত



ইসলাম হিংসার নয় , হেদায়েতের ধর্ম : হাসান মাহমুদ

ভয়েস অব আমেরিকা

সাক্ষাৎকার

প্রকাশক-আঃ হাকিম চাকলাদার (অনুমোদন ক্রমে)

ইসলামিক স্টেটের জঙ্গিরা সম্প্রতি যে ভাবে , তাদের হাতে বন্দী জর্দানের একজন বিমান চালককে হত্যা করেছে , তার পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন ক্রমশই উঠে আসছে যে এই ধরণের আচরণকে ইসলাম কি আদৌ সমর্থন করে; প্রশ্ন উঠছে ইসলামের রাজনীতিকিকরণ নিয়েও । এ সব জিজ্ঞাসা নিয়েই World Muslim Congress এবং Canadian Muslim Council এর সদস্য , হাসান মাহমুদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন , আনিস আহমেদ । এই সাক্ষাৎকারে হাসান মাহমুদ বলেন যে এ রকম নৃশংস হত্যাকান্ড ইসলামে সমর্থিত নয়। একবার এ রকম ঘটনা ঘটার পর , সমস্ত মুসলিম বিশ্ব এর তীব্র সমালোচনা করেছিলো।

হাসান মাহমুদ বলেন যে ইসলাম ধর্মত্যাগী বা মুরতাদের হত্যার কোন বিধান নেই ইসলামে । বরঞ্চ পবিত্র কোরানের আয়াতে বলা হয়েছে ধর্মত্যাগী এবং ধর্মে প্রত্যাবর্তনকারীদের কথা। তিনি আরও বলেন যে ধর্মে রাজনীতিকরণের কারণেই ধর্মের নীতিবোধ থেকে মানুষ বিচ্যূত হয়েছে বার বার । তিনি এ প্রসঙ্গে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার প্রতিও আলোকপাত করেন এবং বলেন যে উদ্দেশ্য সিদ্ধির জন্যে হারামকে ও হালাল বলার প্রবণতা দেখা দিয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন যে মুসলিম বিশ্ব তাদের নিজেদের অস্তিত্বের জন্যেই এই সহিংসতা থেকে বেরিয়ে আসবেই । বিশেষত তিনি আগামী প্রজন্মের ছেলেমেয়েরা ঠিকই বুঝতে পারবে যে ইসলাম একটি হেদায়েতের ধর্ম , প্রতিবাদের ভাষা কখনও মানুষ খুন হরে হতে পারে না।

উল্লেখ যোগ্য, বর্তমান যুগে একদল মুছলিম তাদের ভ্রান্ত আকিদার বশবর্তী হয়ে জঙ্গী ও হিস্রাত্মক কার্য কলাপের মাধ্যমে যখন ইছলাম কে একটি জঙ্গী ধর্ম রুপে বিশ্বে প্রমাণিত করার চেষ্টায় লিপ্ত হয়ে পড়েছে, তখন হাসান মাহমুদ সাহেব তাদের এই জঙ্গীবাদী মতবাদ কে কোরান হাদিছের দ্বারা খন্ডন করে ইছলামকে মানব জাতির একটি “হেদায়েত” এর ধর্ম হিসাবে আখ্যায়িত করেছেন।

নীচের VOA লিংকটায় গিয়ে তার সাক্ষাৎকারটি শুনতে পারেন-

http://www.voabangla.com/content/interview-with-hasan-mahmud-on-isis-crisis-february-6-2015/2631913.html

হাসান মাহমুদ এর পরিচিতি-

বই ও ভিডিও এর লেখকওয়ার্ল্ডমুসলিমকংগ্রেসেরউপদেষ্টাবোর্ডেরসদস্য, দ্বীনরিসার্চসেন্টারহল্যাণ্ড-এররিসার্চএসোসিয়েট, মুসলিমসফেসিংটুমরো‘রজেনারেলসেক্রেটারী, ফ্রিমুসলিমসকোয়ালিশন-এরক্যানাডাপ্রতিনিধি, আমেরিকান ইসলামিক লিডারশীপ কোয়ালিশনের প্রতিষ্ঠাতা সদস্য এবং খুলনা‘র “সম্মিলিতনারীশক্তি”রউপদেষ্টা। শারিয়ার উপরে “শারিয়াকি বলে, আমরাকিকরি” ওআন্তর্জাতিকপ্রশংসিতডকু-মুভি “হিল্লা“, “নারী” ও “শারিয়াপ্রহেলিকা” –লণ্ডন ও টরন্টো‘র স্কুলে ধর্মীয় শিক্ষা ক্লাসে দেখানো হয়।

তার নিজস্ব সাইটঃ http://hasanmahmud.com/

বিষয়: রাজনীতি

১২৬৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303586
০৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:৪২

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : হাসান মাহমুদ ঠিক বলেছেন। সময় হয়েছে ইসলামকে সংস্কার করার। ৭ শতকের প্রতিহিংসা পরায়ন মেডোভেল ইসলাম আর চলতে পারে না। ইসলামকে কেটে ছেটে নতুন ছাঁচে ঢেলে সাজাতে হবে, সময় উপযোগি করতে হবে। আর এ কাজটি যত দ্রুত মুসলিমরা করবে তাতেই ইসলামের ভাগ্য নির্ভর করছে। ধন্যবাদ।
303610
০৯ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৭:৪৫
দ্য স্লেভ লিখেছেন : এই লোক যদি দালাল না হয় তাইলে দুনিয়ায় কোনো মুনাফিন নেই...তবে এসবে কাজ হবে বলে মনে হয়না। ইসলাম বিজয়ী হবেই,কিভাবে হবে সেটা সময়ে দেখা যাবে।
০৯ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:২৩
245586

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : কি ভাবে হবে? আখেরী মোনাজাত করেন, আল্লায় দিব।
303624
০৯ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:৪০
হতভাগা লিখেছেন :
'তবে তিনি আশা প্রকাশ করেন যে মুসলিম বিশ্ব তাদের নিজেদের অস্তিত্বের জন্যেই এই সহিংসতা থেকে বেরিয়ে আসবেই ।''


০ আপনার সামনে আপনার পরিবারের সবাইকে যদি আপনারই প্রতিবেশী মেরে ফেলে তাহলে বয়স বাড়ার সাথে সাথে আপনি কি তাদের সাথে সখ্যতা গড়ে তুলবেন ?

ইরাকি বা আফগানিস্তানীরা কি আমেরিকাতে গিয়ে স্থায়ীভাবে আসন গেড়ে মানুষ মারে, যেটা আমেরিকানরা করছে কোন প্রমান ছাড়াই Preamptive measure এর নামে ?

২য় বিশ্ব যুদ্ধে আমেরিকার মূল ভুখন্ডে একটা ফুলের টোকাও পড়ে নাই যেখানে অন্যান্য মহাদেশ ছারখার হয়ে গেছে ।

Pearl Harbour এ কামিকাজিদের বিমান হামলার পরেই তারা তেড়ে ফুড়ে যুদ্ধে নামে এবং দু দুটো এটম বোমা ফেলে জাপানে ।

এটা আমেরিকা করেছিল নিজেদের উপর হামলার প্রতিশোধ নিতে এবং তা ছিল জাপানের চেয়েও নির্মম । জাপানিরা হামলা করেছিল আমেরিকার সামরিক ঘাঁটিতে আর আমেরিকানরা করেছে সবার উপর হামলা।

আপনাকে কেউ আঘাত করলে আপনি তার প্রতিরোধ করবেন - এটাই মানুষের স্বভাব ।

আপনি একজনের পা ভেঙ্গে দিলেন সেটার চেয়ে সে যে আপনাকে একটা চড় মারলো সেটাই বড় হয়ে গেছে !

মুসলমানেরা অনেক সহ্য ক্ষমতা সম্পন্ন । তারা অস্ত্র হাতে নেয় নেক পরে , নিরুপায় হয়ে গেলে । আর বিধর্মীদের প্রথম পদক্ষেপই হল অস্ত্র হাতে তুলে নেওয়া ।

পশ্চিমাদের রুটি রুজি পেতে তাদের সুরে কথা না বললে তা বন্ধ হয়ে যাবার ভয়ে কিছু কিছু মুসলমান নাম ধারী আছে যারা ইসলামের বিপক্ষে বলে তা ধরে রাখতে চায় ।

আর ইসলামকে বিতর্কিত করতে এই পশ্চিমারাই বেশ কিছু আলেমকে পেট্রোনাইজ করে থাকে যাদের কাজই হচ্ছে বিভ্রান্তি সৃষ্টি করা।
০৯ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৩৭
245596

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : আপনারা তালেবান, বোকোহারাম, আইসিস...... দিয়ে সারা দুনিয়ায় আল্লার আইন জারি করবেন, ইসলামের খেলাফত কায়েম করবেন। তাহলে আমেরিকা কেন সারা দুনিয়ায় আমেরিকান খেলাফত কায়েম করতে পারবেনা?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File