MAGIC OF MIDEA
লিখেছেন লিখেছেন আপোষহীন জনতা ২৬ ডিসেম্বর, ২০১৩, ০৬:৪৮:৪৩ সন্ধ্যা
সংাদপত্র হল একটি পাবলিক ওপিনিউন।এতে কারো এজেন্ডাগিরি কাম্য নয়।যখন কোন সংবাদপত্র স্বকীয়তা হারিয়ে কোন দলের মনতুষ্টিতে ব্যাতিব্যাস্ত হয় তখন তা সংবাদপত্র থাকেনা পার্টি বুলেটিন হয়ে যায়।একটি কথা মনে রাখা উচিত স্ত্রিকে যেমনি তালাক দেওয়া কাম্য নয় এতে সংগিহীনতায় ভুগতে হয় তদ্রুপ স্ত্রীকে অতি ভালবেসে যদি মায়ের মত দেখা হয় তখনো স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হয়।জেহারের হুকুমের ভিত্তিতে স্ত্রী হারাম হয়ে যায়।সংবাদপত্রেও একি ভাবে ক্ষমতাসীন সরকারের দালালি যেমনি ভাল নয় তদ্রুপ বিরুধী দলের নিমক হারাম করার জন্য অতি দেউলিয়াত্বও কাম্য নয়।তা হতে হবে নিরপেক্ষ ও পক্ষপাতদুষ্ট হতে মুক্ত।আমাদের দেশে যেমনি প্রতম আলো,কালেরকন্ঠ,জনকন্ঠ,সমকালের মত আ'লীগ ও নাস্তিকের এজেন্ডা রয়েছে তদ্রুপ ডানপন্থীর নামে অতি উগ্র,দলান্ধ ও দেউলিয়াত্বপুর্ণ পত্রিকাও বিদ্যমান।যাদের এজেন্ডা হল কোন একটা প্রোগ্রাম যদি নীজে জোটের শরিক কারো হয় হোক দলটি অতি ক্ষুদ্র যাকে অণুবিক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়,না থাক দলটি কেন্দ্রীয় কার্যালয় বা উল্লেখ্অ্যোগ্য কর্মী সমর্থক,হোক সে প্রোগ্রাম কোন মাদরাসার শ্রেণিকক্সে কোণায় তারপেও প্রোগ্রামটিকে বড় করে দেখাতে কর্পণ্য করেনা।অপরদিকে যদি কোন তাদের জোটভুক্ত না হয় হোক তাদের প্রোগ্রামটি লক্ষ জনতার,রাজধানি হয়ে ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত হোক তাদের কার্যক্রম,হোক সে তৃতীয় শক্তির সম্ভাবনা তার পরেও তার যায়গা জুটে পত্রিকার ১৪নং পৃষ্টায়।কারণ তারা আমার জোটের না,তারা আমার নেত্রীর দালালি করেনা।এমন নীচু মানসিকতার একটি পত্রিকার নাম নিচ্ছিনা।যারা অফলাইনে নিষিদ্ধ হয়ে অনলাইনে কার্যক্রম চালাচ্ছে।পত্রিকাটি আজকের অনলাইন ভার্সনে ইসলামি ঐক্যজোটের বিবৃতির সাথে গতকালের ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংবাদিক সম্মেলনের ছবিকে যুক্ত করে দিয়েছে।যা আই এ বি এর কর্মীদের মনে ক্ষোভের সৃষ্ট করেছে।আসলে এটা তাদের ভুল নয় বরং এজেন্ডাগিরির অতি দেওলিয়াত্ব বলা যেতে পারে।এর আগেও মক্কা শরিফের গিলাফ স্থাপনের ছবিকে ভুল ব্যাখ্যার প্রমাণ রয়েছে।মিডিয়ার ক্ষেজ্রে এমন নীচু মানসিকতা ও ইতরতা কাম্য নয়।
বিষয়: বিবিধ
১০১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন