ছন্দহীন ছন্দ

লিখেছেন লিখেছেন অবুঝ ছেলে ১৩ সেপ্টেম্বর, ২০১৩, ১২:০২:০৯ রাত

গোড়ামির কালো আঁধারে ডুবে আছি আমি।

চোখে রোদচশমা,দেখছি সাতরঙ্গা

পৃথীবিটাকে

খুব আলস্যে তন্দ্রা ভেঙ্গে ভাবি

আজকের দিনটা কেমন যাবে ?

ভাবিনা কখনো, ভাবিওনি কোনোদিন

দ্রুতিময় আগামীটা কেমন হবে

বেশ অনেক যুগ পূর্বে

জ্ঞানের বাগানে বিচরনকারী ছিলাম স্বগর্বে

চোখে হিকমতের ঠুলি ঝুলিয়ে

বুক চিতিয়ে চলতাম এগিয়ে

নীতির পথে

আজ অনেক যুগ পরে

সেই প্রজ্ঞার ঠুলি খসে পড়েছে

আর ঝুলিতে নিষ্ক্রিয় কিছু জ্ঞান থেকে গেছে

তখন লাল রক্তে সাজময় চারিদিক

আমি বেহুশ দাড়িয়ে দিগম্বর পথিক

অবাক হয়ে ভাবি

এমনতো ছিলোনা পৃথীবি

যখন আমি ব্যস্ত

ধরায় বসে অধরার তল্লাশে

তখন আমার সব নিয়ে গেছে চোরে

আমায় ফকীর গরীব রিক্ত নিঃস্ব সর্বস্বান্ত করে

আজ অসহায় আমি ঘুরি মানুষের দ্বারে

তবু লাজ নেই মোর খুশী হয়ে যাই খেতে পেলে পেট পুরে

হঠাৎ দেখি শান্তিগুলো উধাও

আমার বোনের ইজ্জত নিয়ে চলছে কাড়াকাড়ি

তখন খাসকামরায় বসে

ভাবি আমার কিবা বলার আছে কিইবা করতে পারি

নিজেকে আজ মনে হয় আমি কুলি

বুকের পিছে এতো লাজ আর অসম্মানের বোঝা

তবু বোঝবাহী এক প্রাণীর মত সামনেই ছুটে চলি

এভাবেই আমি খুড়িয়ে চলেছি কন্টাকীর্ণ পথে

স্বপ্নের চোখে স্বপ্ন দেখিয়ে উঠেছি ভাগ্যরথে......

বিষয়: বিবিধ

১০৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File