ছিটমহল বিনিময়ের স্বপ্ন ! স্বপ্নই রয়ে গেল।
লিখেছেন লিখেছেন সৈয়দ সাহিল ২৫ আগস্ট, ২০১৩, ০৯:২০:৩৪ রাত
বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে ১৬২টি ছিটমহল বিনিময়ের সিদ্ধান্ত ঝুলে আছে ছয় দশক ধরে। এই সমস্যা সমাধানে ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তি সম্পাদিত হয়। চুক্তি বাস্তবায়নে ছিটমহল বিনিময়ের দাবিতে ছিটমহলবাসীরা দীর্ঘ দিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছেন। এরই ধারাবাহিকতায় এবং বাংলাদেশের পক্ষ থেকে অব্যাহত চাপে ভারতের চলতি অধিবেশনে স্থল সীমান্ত বিল উত্থাপিত হওয়ার আশায় আবারো নতুন করে স্বপ্ন দেখছে ছিটমহলবাসীরা। তারা আশা করছে, শিগগিরই হয়তো এ বন্দিদশা থেকে মুক্তি মিলবে তাদের। ১৯৪৭ সাল থেকে বাংলাদেশের ভেতরে ভারতের ১১১টি ও ভারতের ভেতরে বাংলাদেশের ৫১টি ছিটমহলের মানুষ অবর্ণনীয় কষ্টে দিন যাপন করে আসছেন। বন্দী এসব মানুষের মুক্তির লক্ষ্যে ১৯৭৪ সালে ইন্দিরা-মুজিব চুক্তি সম্পাদিত হয়। কিন্তু তা বাস্তবায়ন না হওয়ায় বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ব্যানারে দুই দেশের ১৬২টি ছিটমহলের মানুষ ছিটমহল বিনিময়ের দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকা সফরে এসে হাসিনা-মনমোহন ছিটমহল বিনিময়ে প্রটোকল স্বাক্ষর করেন। এই প্রটোকল স্বাক্ষরে ছিটমহল বিনিময়ে ছিটমহলবাসীদের মধ্যে আশার সঞ্চার হয়। কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আপত্তির কারণে ছিটমহল বিনিময়ের বিষয়টি আবারো ঝুলে যায়। বিক্ষুব্ধ হয়ে ওঠেন ছিটমহলবাসীরা। দুই দেশের ছিটমহলবাসীরা অভিন্ন কর্মসূচি দিয়ে শুরু করেন বিক্ষোভ, গণ-অনশন, মোমবাতি প্রজ্বলনসহ লাগাতার আন্দোলন। আবারো ভারতের লোকসভার চলতি অধিবেশনে তাদের এই দাবি বাস্তবায়নের সম্ভাবনার দিকে তাকিয়ে আছে ছিটমহলবাসীরা। মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিটমহলের মানুষেরা বঞ্চনার অবসান চায়। ৬২ বছর ধরেই ছিটমহলবাসীরা বঞ্চিত শিক্ষা, স্বাস্থ্য, যাতায়তসহ নানা অধিকার থেকে। ভারতের অধিবেশনে বিল পাস ও বাস্তবায়নে এখন চাতক পাখির মতো অপেক্ষায় রয়েছে ছিটমহলের মানুষ। তাদের প্রত্যাশা বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিটমহলবাসী হবে বাংলাদেশী এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহলবাসী হবে ভারতের নাগরিক। কিন্তু ভারতের লোকসভার চলতি অধিবেশনে বিল পাস হওয়া নিয়ে আবারো সংশয় দেখা দিয়েছে। আর যেন হতাশ হতে না হয় উভয় দেশের ১৬২টি ছিটমহলের অধিবাসীদের। আর এতে করে মুক্তি মিলবে এসব ছিটমহলের লক্ষাধিক মানুষের। আর যদি বিল পাস না করে ভারত সরকার তাহলে আবারো দুই দেশের ছিটমহলবাসী অভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলন শুরু করবে। ভারতের লোকসভা অধিবেশনে স্থল সীমান্ত বিল পাস হবে, ১৯৭৪-এর ইন্দিরা-মুজিব চুক্তি আলোর মুখ দেখবে, ছিটমহল বিনিময় বাস্তবায়ন করে এসব মানুষের ছয় দশকের অমানবিক বন্দিদশার অবসান ঘটবে।
বিষয়: বিবিধ
১২৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন