ঐশীকে অভিনন্দন !!!!
লিখেছেন লিখেছেন সৈয়দ সাহিল ১৯ আগস্ট, ২০১৩, ০৪:১৪:২৭ রাত
আমি ঐশীকে অভিনন্দন জানাই এমন মহৎ একটা কাজ করার জন্য। কারন আমাদের পুলিশ প্রশাসনের এমন ভাব লক্ক করা যায় যে তারা কাউকে পরোয়া করে না! কারন একটাই দুর্নীতি, আর দলীয়করন। (যেমন পাপ তেমন ফল) মনে করে দিতে চাই ৫ই মে সেই কালো রাতের কথা! এমন একটা দাঁত বাঙ্গা জাবাবের জন্য অপেক্কায় ছিলাম।
এখন ক্ষমতা লোভি রাজনৈতিক পরিবারের আরেকটি দাঁত বাঙ্গা জাবাবের জন্য অপেক্কায় আছি ।
বিষয়: বিবিধ
১২৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন