কত স্বপ্ন ছিল তোমাকে নিয়ে, শেষ পর্যন্ত ভেঙ্গেই দিল এরশাদ !!!
লিখেছেন লিখেছেন মোঃ মিজানুর রহমান সোহেল ০৩ ডিসেম্বর, ২০১৩, ০৪:৫০:৪৫ বিকাল
সময় বড় নিষ্ঠুর। সময়ের ব্যবধানে কত কি যে ভেঙ্গে যায়, যায় হারিয়ে। সম্পর্ক ভেঙ্গে গেলে রয়ে যায় বিরহ কষ্ট, স্মৃতি আর যা হতে পারত এমন কল্পনা। থেমে থেমে আশা জাগে আবার ফিরে পাওয়ার। বাস্তবতার এক পর্যায় জমে ওঠে ঘৃনা, ক্ষোভ। জ্বলে ওঠে কখন কখনও প্রতিশোধের আগুন। সে আগুনে পোড়াতে গিয়ে পুড়তে হয় নিজেকেও। তবুও প্রতিশোধের মাতাল নেশায় পেয়ে বসে নিজেকে। শুরু হয় সুযোগ খোঁজা। ততক্ষনে সময় কেড়ে নেয় আরো অনেক কিছু। আর পিছু না ফেরা এরশাদেরা দিব্যি এগিয়ে চলে।
গতকাল (০২-১২-২০১৩ ইং) যা ভেবে পত্রিকায় লিখেছিলাম, অনেকগুলো অনলাইন পত্রিকায় ছিল লেখাটা। আজ ৩ ডিসেম্বর তাই ঘটল। খুব সকালে ল্যাপটপ চালু করে যখন পত্রিকার পাতায় চোখ রাখলাম, যা দেখলাম তাতে একটু বেশিই পুলকিত হয়েছি। গতকালকে লিখেছিলাম “ শেখ হাসিনার স্বপ্ন এরশাদ কে ঘিরে : যে কোন সময় তা ভেঙ্গে দিতে পারেন এরশাদ” (http://www.bdtomorrow.com/blog/blogdetail/detail/7026/mdmizanurrahmansohel/32534#.Up22ftJBlFs) হিসেব টা এমন থাকলেও এত কম সময়ের ব্যবধানে সে হিসেবটির ফলাফল চলে আসল যা রীতিমত পুলকিত হওয়ারই বিষয়। মনে হচ্ছে অনলাইন পত্রিকার কল্যানে আমার লেখা টা পড়ে হিসাব টা বুঝেই এইচ এম এরশাদ সাহেব সিদ্বান্ত টা নিলেন। আসলে নিজের চরিত্র থেকে জাতীয় কলঙ্ক মুছে নিরাপদে মানুষের সুপ্ত ভালবাসায় এ পৃথিবীকে বিদায় জানাতে এরশাদের শেষ বয়সের এই মুহর্তে এ সিদ্বান্তের বিকল্প নেই। এ বোধটুকু এরশাদ সাহেবের যথার্থই আছে। (যদিও মাঝে মধ্যে এদিক সেদিক করে বসেন, হয়ত বুড়ো শরীরে মাথার উপরে চেঁপে থাকা মামলার বোঝা বইতে না পেরে, অথবা ক্ষমতার শেষ সেই বিশেষ লোভটুকু সামলাতে না পেরে।)
সদ্য প্রয়াত আওয়ামলীগ সরকারের অন্যায় অপরাধ, জুলুম নির্যাতন, শোষন বঞ্চনা, দূর্নীতি ও হিংস্রতার কথা বাংলাদেশের মানুষ যদিও সময় সাপেক্ষে ভুলে যাবে, তবে তা এখুনি নয়। আঘাতটা যে তাজা রক্তাক্ত। এমতাবস্থায় পাতানো মনগড়া একচেটিয়া নির্বাচন মেনে নেওয়া তো দুরের কথা, সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনেও বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। আর সেই পাল্লায় পড়ে ইতিমধ্যেই এরশাদ সাহেব “জাতীয় বেইমান” কু-খ্যাতি অর্জন করেছেন, পেয়েছেন মানুষের ঘৃনা আর তিরষ্কার। যা ক্রমেই জনরোষে পরিনত হচ্ছে। বাংলাদেশের প্রতিহিংসা পরায়ন রাজনীতির হিসেব মতে ভবিষ্যত তো নিঃসন্দেহে অত্যান্ত বিপজ্জনক। এসব থেকে রক্ষা পেতে এমন সিদ্বান্তের বিকল্প নেই। সব বাস্তবতা আর এমন উপলব্দি থেকে এরশাদের এ ঘোষনা খুবই স্বাভাবিক ও প্রত্যাশিত।
তবুও দেখা যাক কি হয়। ডিগবাজীতে পারদর্শী এরশাদ বলে কথা !!!
বিষয়: রাজনীতি
১২৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন