ফ্রান্সে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
লিখেছেন লিখেছেন মোঃ মিজানুর রহমান সোহেল ০৫ নভেম্বর, ২০১৩, ০২:১৫:৩৯ রাত
ফ্রান্সে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মোঃ মিজানুর রহমান সোহেল, ফ্রান্স থেকে।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল সন্ধ্যায় প্যারিসের একটি অভিজাত রেষ্টুরেন্টে জেএসডি ফ্রান্স শাখা কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দল প্রতিষ্ঠার ইতিহাস, দলীয় কার্যক্রম ও বর্তমান চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোকপাত করা হয়। এ সময় আওয়ামীলীগ সরকারের দূঃশাসনের তীব্র সমালোচনা করে বক্তারা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবদায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জোর দাবী জানান।
এছাড়াও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে রাজনৈতিক আশ্রয়ের উদ্দেশ্যে সদ্য ফ্রান্সে আসা দলের নেতা কর্মীরা বক্তব্যে তাদের উপর নির্যাতন,জেল জুলুমের করুন বর্ননা তুলে ধরেন।
এমরান আহম্মেদ এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ফ্রান্স শাখার সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, নাজমুল করিম, কাজী লুৎফুর কবির, সাংগঠনিক সম্পাদক শাহিন হাওলাদার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আসাদ মিয়াজী, প্রচার সম্পাদক কাজী মোজাম্মেল হক, সদস্য মোঃ আতাউর রহমান, সদস্যা শিরিন আক্তার, জেএসডি ছাতক থানা শাখার সহ সমাজ কল্যান সম্পাদক ও প্যারিস শাখার সদস্য মোঃ ফখরুল ইসলাম, সিলেট সরকারী কলেজ শাখার জাসদ ছাত্রলীগের সদস্য মাসুদুর রহমান প্রমুখ।
সভা পরিচালনা করেন কামাল হোসেন চৌঃ।
বিষয়: রাজনীতি
১০৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন