ভিকারুননিসার পরিমল ও কুষ্টিয়ার পান্না মাস্টারের পর এবার ঢাকার অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান "উত্তরা হাই স্কুল এন্ড কলেজ" এ মিললো নতুন আরেক পরিমলের!!!
লিখেছেন লিখেছেন বেদূঈন পথিক ২৮ জানুয়ারি, ২০১৪, ০২:২৪:৩৩ দুপুর
ভিকারুননিসার পরিমল ও কুষ্টিয়ার পান্না মাস্টারের পর এবার ঢাকার অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান "উত্তরা হাই স্কুল এন্ড কলেজ" এ মিললো নতুন আরেক পরিমলের!!!
নাম - সাইফুল্লাহ জোয়ারদার।
বিষয় - বাংলা।
পূর্বের শিফট - সকাল (ছাত্রীদের)
বর্তমান শিফট - বিকাল (ছাত্রদের)
প্রতিষ্ঠান - উত্তরা হাই স্কুল এন্ড কলেজ।
মোবাইল - ০১৯১১- ৬৬৭৬৩১ (জোয়ারদার)
কলেজ অথরিটি - ০২- ৮৯২১২৪৪
ছাত্রছাত্রীদের মধ্যে তিনি জোয়ারদার স্যার নামে পরিচিত।
আগে অকারনেও ছাত্র/ছাত্রী নির্যাতনের অভিযোগ উঠেছিলো তার বিরুদ্ধে এবং এটি নিয়ে পত্রিকায়ও লিখালিখি হয়েছিলো। সেটি কিছুটা কমে এলেও বেশ অনেকদিন ধরেই ছাত্রীদেরকে রাতে ফোন দিয়ে, নোংরা কথবার্তা বলে আসছেন তিনি আর তার সাথে নোংরা প্রস্তাব। কিন্তু, পরীক্ষায় নাম্বার কম দেওয়া এবং ফেল করিয়ে দেয়ার ভয়ে কেউ সেটা প্রকাশ করতে সাহস পায়নি।
অবশেষে একজন ছাত্রী এরকম একটি ফোনালাপ রেকর্ড করে ফেলে। যা নিচের লিংকে গেলেই শুনতে পারবেন....
ইউটিউব video: http://youtu.be/oct7j4dWJSg
মিডিয়াফায়ার mp3: http://www.mediafire.com/listen/594arwzkp0jr8ru/Joarder%20Full.mp3
Text doc. : http://www.mediafire.com/view/e1kjjhs75o5hbgc/Joarder.docx
কলেজ কর্তৃপক্ষকে সব জানানোর পরও তাকে বহিষ্কার করার বদলে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। এবং জোয়ারদার কে মর্নিং শিফট (ছাত্রীদের) থেকে ডে শিফট (ছাত্রদের) এ বদলি করে।
কিন্তু তবুও থামেনা তার এসব কার্যকলাপ। শেষ পর্যন্ত আর কোনো উপায় না দেখে সবাইকে সাবধান করার জন্য ফোনালাপটি প্রকাশ করা হয়েছে। জনাব জোয়ারদারের সাথে কারো কোনো শত্রুতা নেই এমনকি আমার নিজেরও নয়। এই পোস্ট করার কারণ আজ আপনার বোন এমন অশ্লীলতার শিকার হয়েছে। কাল আমার বোনও হতে পারে, হতে পারে অন্য কারো বোন.....
উল্লেখ্য যে, পরিমল জয়ধরও আগে এই স্কুলেরই শিক্ষক ছিলো।
(ঢাকার জৈনক ফ্যানের কাছ থেকে মেইলে পাওয়া)
বিষয়: বিবিধ
১৫৯১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিস্তারিত পড়ুন
Click this link
মন্তব্য করতে লগইন করুন