টানাটানি!!!
লিখেছেন লিখেছেন বেদূঈন পথিক ২২ জানুয়ারি, ২০১৪, ১১:৪৩:৫৮ রাত
টানাটানি!!!!!
দেখি আজ টানাটানি নিয়ে কিছু লিখা যায় কিনা।
জানিনা এই আজাইরা লিখা কেহ পড়বে কিনা! তার পরে ও লিখব। কেন লিখব ? সে উত্তর জানা নেই।
টানাটানি নিয়ে প্রচলিত আছে নানান কথা। এক গাছে টান দিলে নাকি বেক গাছ নড়ে।
তাই এক টানাটানির কথার জের ধরে টেনে আনতে পারি সব কথা।
কথায় আছে কান ধরে টান দিলে মাথা ও নাকি চলে আসে। কিন্তু কোন সম্মানি লোকের কান ধরে টান যখন দেওয়া হয় তখন তার মানে ও টান পরে বৈকি!!
মান ইজ্জত নিয়ে টানাটানি করলে ভদ্রলোকদের আর গর্ব করার মত থাকে কি! টানাটানি ভাল জিনিষ হলে ও সব টানই যে নির্ভেজাল তা কিন্তু নয়।
যেমন ঢাকাইয়া ফিল্মের নায়করা নায়িকাদের বস্ত্র ধরে টানাটানি করে। হাসিনা সরকারের পুলিশ রাজ পথে নারীদের সম্ভ্রম নিয়ে টানাটানি করে।
কদাচার কুৎসিত এসব টানাটানির প্রতি মানুষের রয়ছে প্রবাল ঘৃণা।
বিপরীরে প্রিয়ার টানাটানা চোখ! শ্রাবণ মেঘের দিনে টানা বর্ষণ! ওয়ার্ল্ডকাপ এর টান টান উত্তেজনায় রীতিমত জমে যাই আমরা।
বিদেশে থাকলে দেশের টান! বাইরে বেরুলে ঘর সব সময়ই মনটাকে টানে। স্ত্রী সন্তানদের টান!সন্তানের জন্য মা বাবার টান চিরন্তন।
প্রেমের টানে সংসার বিবাগী হয়েছে কত শত প্রেমিক! আভার টান (অভাব) পরেনি জগতে ভন্ড প্রেমিক প্রেমিকার ও!!
প্রথম স্ত্রী কে নাজানিয়ে দ্বিতীয় বিয়ে করে অনেক স্বামী দোটানায় পরে যায়। সিদ্ধান্ত নিতে পারেনা চূড়ান্তভাবে যে কোন স্ত্রী কর রাখবে।
পরে তাকে অশান্তি ,লোকনিন্দা ও গ্লানির ঘানি টানতে টানতে স্বাদের জীবন সামনে আর টানে না! গলায় রসি বেধে এক টানে উপরে চলে যেতে চায়!!!
আজ এই টুকুই ! দেখি এই টুকু নিয়ে কত টানাটানি হয়! পরের বাকি গুলো টেনে আনবো!!
বিষয়: বিবিধ
১০১৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন